MCQ
1581. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্র কোনটি?
IBM
মার্ক-2
মার্ক-3
মার্ক 1
1582. SCSI-এর পূর্ণরূপ কী?
Serial Computer System Interface
System Computer System Interface
System Computer Small Interface
Small Computer System Interface
1583. সম্পাদনের অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয়-
স্মৃতি
প্রক্রিয়াকরণ
প্রোগ্রাম
নিয়ন্ত্রণ
1584. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে থাকে-
গাণিতিক/যুক্তি অংশ
অভ্যন্তরীণ স্মৃতি
নিয়ন্ত্রণ অংশ
উপরের সব কয়টি
1585. মডেম কোন ধরনের যন্ত্র?
ইনপুট
আউটপুট
ইনপুট-আউটপুট
অভ্যন্তরীণ
1586. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
১৯৭০ সালে
১৯৭১ সালে
১৯৭২ সালে
১৯৭৩ সালে
1587. LCD-এর পূর্ণরূপ কী?
Level and clean disk
Level crystal dise
Liquid clustered disc
Liquid crystal display
1588. কম্পিউটার হার্ডওয়্যার বলতে কী বুঝানো হয়?
স্মৃতি অংশ
কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
স্মৃতি
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
1589. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
মার্গারেট থ্যাচার
লেডি জর্জ
লেডি এডা অগাস্টা
রেডি অ্যাডাজান
1590. USB-এর পূর্ণরূপ কী?
United Serial Bus
Universal Strategic Bus
Universal Serial Bus
Uniterrupted Strategic Bus
1591. যে-সব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করা হয়, তাকে কী বলে?
ফাইল
ভাইরাস
অ্যান্টিভাইরাস
ডাটাবেস
1592. পিসিআই (PCI) কী?
Package Component Interconnect
Peripheral Component Interconnect
Peripherial Component Industry
Peripheral Component Interrelation
1593. IBM-এর পূর্ণনাম কী?
Intell Business Machine
International Business Management
International Business Machine
International Ballistic Missile
1594. ন্যানো সেকেন্ড হলো-
এক সেকেন্ডের দশ হাজার ভাগের এক ভাগ
এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
এক সেকেন্ডের এক লক্ষ ভাগের এক ভাগ
1595. MICR-এর পূর্ণরূপ কী?
Magnetic Ink Character Reader
Magnetic Ink Code Reader
Magnetic Ink Cases Reader
Mechanic Ink Code Reader
1596. মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
মাইক্রোফ্রেম
মিনিফ্রেম
সুপার
হাইব্রিড
1597. চার্লস ব্যাবেজ ছিলেন?
গণিতের অধ্যাপক
ব্যাংক ব্যবসায়ী
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
বিখ্যাত ইংরেজ কবি
1598. কোনটি হার্ডডিস্কের গতি বৃদ্ধি করে?
Fragmentation
Defragmentation
Disk Scanning
System Restore
1599. কম্পিউটারের প্রজন্ম কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
1600. UPS কী?
United Power Supply
Uninterruptible Power Supply
Ultra Power Supply
Universal Power Supply