Image
MCQ
1582. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
১৯৭০ সালে
১৯৭১ সালে
১৯৭২ সালে
১৯৭৩ সালে
1585. যে-সব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করা হয়, তাকে কী বলে?
ফাইল
ভাইরাস
অ্যান্টিভাইরাস
ডাটাবেস
1588. সম্পাদনের অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয়-
স্মৃতি
প্রক্রিয়াকরণ
প্রোগ্রাম
নিয়ন্ত্রণ
1591. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে থাকে-
গাণিতিক/যুক্তি অংশ
অভ্যন্তরীণ স্মৃতি
নিয়ন্ত্রণ অংশ
উপরের সব কয়টি
1594. মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
মাইক্রোফ্রেম
মিনিফ্রেম
সুপার
হাইব্রিড
1596. চার্লস ব্যাবেজ ছিলেন?
গণিতের অধ্যাপক
ব্যাংক ব্যবসায়ী
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
বিখ্যাত ইংরেজ কবি
1597. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
মার্গারেট থ্যাচার
লেডি জর্জ
লেডি এডা অগাস্টা
রেডি অ্যাডাজান
1598. কম্পিউটার হার্ডওয়্যার বলতে কী বুঝানো হয়?
স্মৃতি অংশ
কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
স্মৃতি
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
1599. ন্যানো সেকেন্ড হলো-
এক সেকেন্ডের দশ হাজার ভাগের এক ভাগ
এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
এক সেকেন্ডের এক লক্ষ ভাগের এক ভাগ