Image
MCQ
1642. এসি সিগন্যাল কী ধরনের সিগন্যাল?
অ্যানালগ সিগন্যাল
ডিজিটাল সিগন্যাল
কোনোটিই নয়
মডুলেটেড সিগন্যাল
1645. ফ্লিপ-ফ্লপে (মাস্টার স্নেত) প্রভু-ভৃত্য সংগঠন ব্যবহার করার কারণ-
ক্লকিং হার বাড়ানোর জন্য
শক্তি খরচ কমানোর জন্য
রেস অবস্থা দূর করার জন্য
বিশ্বস্ততা বাড়ানোর জন্য
1646. যে-সব স্মৃতি থেকে তথ্য একটানা পড়তে হয় তা হলো-
ROM স্মৃতি
EPRAM স্মৃতি
ডাইরেক্ট অ্যাক্সেস মেমরি
সিরিয়াল অ্যাক্সেস মেমরি
1647. ফ্লিপ-ফ্লপ কোন ধরনের স্মৃতি?
দুই বিট স্মৃতি
চার বিট স্মৃতি
এক বিট স্মৃতি
স্থায়ী স্মৃতি
1650. ফ্লিপ-ফ্লপ তৈরি করা যায়-
AND, OR, NOT' ইত্যাদি মৌলিক গেইটের সাহায্যে
NAND গেইট দ্বারা
NOR গেইট দ্বারা
উপরের যে-কোনো একটি
1653. তথ্য প্রক্রিয়াকরণের সুবিধাজনক পদ্ধতি কোনটি?
এসি সিগন্যালিং
ডিসি সিগন্যালিং
অ্যানালগ পদ্ধতি
ডিজিটাল পদ্ধতি
1654. D/A কনভার্টারের রেজলুশন হলো-
অ্যানালগ নির্গমন ভোল্টেজ
অ্যানালগ ভোল্টেজের কাঙ্ক্ষিত মান হতে প্রকৃত মানের পার্থক্য
নির্গমন ভোল্টেজের আদর্শ মান এবং প্রকৃত মানের তফাত
রূপান্তরকের বিট গ্রহণ সংখ্যা
1655. ফ্লিপ-ফ্লপের দুটি আউটপুট হলো-
সবসময় দুটি শূন্য (00)
সবসময় দুটি এক (1,1)
সবসময় কমপ্লিমেন্টারি
উপরের যে-কোনো একটি
1656. কম্পিউটারের আউটপুট ভাগে তথ্য প্রক্রিয়াকরণ ব্যবহৃত হয়-
রিপল কাউন্টার
D/A কনভার্টার
A/D কনভার্টার
VDU
1658. একটি প্রভু-ভৃত্য ফ্লিপ-ফ্লপ উত্তেজিত (Triggere) হয়-
যখন ক্লক ইনপুট HIGH লজিক লেভেলে অবস্থান করে
যখন ক্লক ইনপুট LOW থেকে HIGH-তে পরিবর্তন হয়
যখন ক্লক ইনপুটে একটি পালস প্রয়োগ করা হয়
যখন ক্লক ইনপুট LOW লজিক লেভেলে অবস্থান করে
1660. হাফ অ্যাডার সার্কিট দ্বারা যোগ করা যায়-
একটি বিট
দুটি বিট
চারটি বিট
তিনটি বিট