Image
MCQ
1601. কোন কাজের জন্য কম্পিউটার সবচেয়ে বেশি সুবিধাজনক?
পুনরাবৃত্তিমূলক কাজ
গাণিতিক কাজ
গণনা
রিপোর্ট তৈরির কাজ
1603. Encoder (ইনকোডার) হলো-
ডেসিমেল ডাটাকে বাইনারিতে রূপান্তর করে
বাইনারি ডাটাকে ডেসিমেল-এ রূপান্তর করে
অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে
যে-কোনো নাম্বারিং সিস্টেম থেকে বাইনারিতে রূপান্তর করে
1604. যদি একটি স্কয়ার ওয়েবকে একটি অপারেশনাল অ্যামপ্লিফায়ার ব্যবহার করে একত্রিত (Integrate) করা হয়, তবে আউটপুট কেমন হবে?
সাইন ওয়েভ
স'টুল ওয়েভ
ট্রায়্যাঙ্গুলার (Triagular) ওয়েভ
স্কয়ার ওয়েভ
1608. একটি মাল্টিপ্লেক্সার-
এর একটি ইনপুট এবং একাধিক আউটপুট থাকে
একাধিক বাইটে ডাটা সংরক্ষণ করে
এর একাধিক ইনপুট এবং একটি একক আউটপুট থাকে
এর একাধিক ইনপুট এবং একাধিক আউটপুট থাকে
1613. কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কী?
দ্রুতিশীলতা
নির্ভুলতা
বুদ্ধিমত্তা
বিশ্বস্ততা
1615. একটি ফুল অ্যাডার সার্কিটের উদাহরণ কোনটি?
সিকুয়েনশিয়াল সার্কিট
লজিক সার্কিট
কম্বিনেশনাল সার্কিট
উপরের সব কয়টি
1616. অ্যাবাকাস (Abacus) কী?
কাটার যন্ত্র
গণনাকারী যন্ত্র
ইলেকট্রনিক যন্ত্র
উপরের সব কয়টি
1619. কম্বিনেশনাল বর্তনীতে-
ফিডব্যাক সংকেত থাকে
নির্গমন সংকেতের মান গ্রহণ সংকেতের মানের সমান
কোনো ইলেকট্রনিক স্মৃতি ব্যবহার করা হয় না
শুধুমাত্র Nor Gate থাকে
1620. ইনকোডার ব্যবহৃত হয়-
Man to Machine যোগাযোগ প্রতিষ্ঠা করার জন্য
ফিজিক্যাল ক্যারেক্টার ও ডিজিটকে মেশিন কোডে রূপান্তর করার জন্য
ইন্টারফেসিং চিপ হিসাবে ব্যবহৃত হয়
উপরের সব কয়টি