Image
MCQ
1841. ০.১ মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্স-এর একটি ক্যাপাসিটরকে ১০০ ভোল্ট সরবরাহ দ্বারা চার্জ করা হলে উক্ত ক্যাপাসিটরে কত এনার্জি সঞ্চিত হবে?
০.১০১০ জুল
০.১০১০ জুল
০.০০০৫ জুল
০.১০১০ জুল
1842. পাওয়ার ফ্যাক্টর কী?
ভোল্টেজ এবং কারেন্টের কৌণিক পার্থক্যের কোসাইন
ভোল্টেজ এবং কারেন্টের অনুপাত
ভোল্টেজ এবং কারেন্টের কৌণিক পার্থক্যের সাইন
উপরের কোনোটিই নয়
1844. ৭.০৭ আর.এম.এস অ্যাম্পিয়ার অল্টারনেটিং কারেন্টের সর্বোচ্চ মান-
৪.৭৬ অ্যাম্প
৪.৯৯ অ্যাম্প
১০ অ্যাম্প
১.৭০ অ্যাম্প
1845. একটি সাইকেলের অর্ধাংশ বা এক অল্টারনেশনব্যাপী বিভিন্ন ক্ষণে অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্টের তাৎক্ষণিক মানসমূহের গড়কে বলা হয়-
কার্যকরী মান
গড় মান
সর্বোচ্চ মান
তাৎক্ষণিক মান
1846. ভোল্টেজ রেজোন্যান্সের জন্য কোনটি ঠিক?
সিরিজ সার্কিটে
প্যারালাল সার্কিটে
সিরিজ-প্যারালাল সার্কিটে
কোনো নির্দিষ্ট নয়
1847. প্যারালাল সার্কিট যখন রেজোন্যান্সের হয়, তখন পাওয়ার ফ্যাক্টর-
০.৫
অসমান
1848. দুটি সমান বলের লব্ধি যদি এদের যে-কোনো একটির সমান হয় তবে এদের মধ্যবর্তী কোণ কত?
৪৫°
৬০°
৯০°
১২০°
1849. সাইনোসয়ডাল ভোল্টেজ এবং কারেন্টের জন্য নিম্নের কোন সানি কান সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে 90° অগ্রগামী থাকে?
বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে
বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে
বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে
সিরিজ সার্কিটে
1850. একটি ওয়েভের জন্য নিম্নের কোন সম্পর্কটি সঠিক?
ফরম ফ্যাক্টর = গড় মান/সর্বোচ্চ মান
ফরম ফ্যাক্টর = গড় মান/ইফেকটিভ মান
ফরম ফ্যাক্টর = সর্বোচ্চ মান/গড় মান
ফরম ফ্যাক্টর = ইফেকটিভ মান/গড় মান
1851. একটি সার্কিটে 1.5 অ্যাম্পিয়ার এসি প্রবাহিত হয়, যখন 200 ভোল্ট প্রয়োগ করা হয়। পাওয়ার খরচ হয় 150 ওয়াট। সার্কিটের ফেজ কোনটি?
30°
45°
60°
90°
1852. একটি ৩-ফেজ সার্কিটে স্টার সংযোগস্থলে কারেন্টের তাৎক্ষণিক মান-
সর্বোচ্চ
সর্বনিম্ন
শূন্য
ইউনিটি
1853. একটি ৩-ফেজ সার্কিটের পাওয়ার পরিমাপ করার জন্য।। দুটি ওয়াটমিটার সংযোগ করা হলো। প্রথমটি ২০০০ ওয়াট এবং দ্বিতীয়টির কারেন্ট কয়েল উল্টা সংযোগ করে ১৫০০ ওয়াট পাঠ পাওয়া গেল। মোট পাওয়ার কত?
৫০০ ওয়াট
৩০০০ ওয়াট
৩৫ ওয়াট
৫০০০ ওয়াট
1854. একটি পরিবর্তনশীল রাশির যে-কোনো মুহূর্তের মানকে বলে-
তাৎক্ষণিক মান
সর্বোচ্চ মান
গড় মান
কার্যকরী মান
1855. একই ধরনের তিনটি রেজিস্টার স্টার-এ সংযোগ করে ৩ ফেজ, ৪০০ ভোল্ট সরবরাহের সাথে যুক্ত করা হলো। লাইন কারেন্ট ৫ অ্যাম্পিয়ার। প্রতিটি রেজিস্টার এর মান কত?
৪২.২
৪0
৪৬.২
৪৭.৩
1856. ভোল্টেজ তরঙ্গের অর্ধাংশকে বলে-
সাইকেল
অল্টারনেশন
ফ্রিকুয়েন্সি
পিরিয়ড
1857. একটি ৪০০ ভোল্ট থ্রি-ফেজ লোড ১০ অ্যাম্পস কারেন্ট নেয়। এটার VA rating হচ্ছে-
8,000
৬.৫২০
৬,৯২৮
১২,০০০
1858. সিরিজ রেজোন্যান্সের জন্য কোনটি ঠিক?
ইম্পিড্যান্স রেজিস্ট্যান্স এর সমান নয়
কারেন্ট সর্বোচ্চ হয়
ইন্ডাকট্যান্স এর আড়াআড়িতে ভোল্টেজ ক্যাপাসিট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজকে বাতিল করে উপরোক্ত সকল তথ্যই সঠিককারেন্ট সর্বোচ্চ হয় ইন্ডাকট্যান্স এর আড়াআড়িতে ভোল্টেজ ক্যাপাসিট্যান্সের আড়াআড়িতে ভোল্টেজকে বাতিল করে
উপরোক্ত সকল তথ্যই সঠিক
1859. ১০০ ওহমের তিনটি বিশুদ্ধ রেজিস্ট্যান্স ডেল্টা সংযোগ করে ৩ ফেজ, ৪০০ ভোল্ট, ৫০ হার্টজ সরবরাহে যুক্ত করা হলো। ফেজ কারেন্ট কত হবে?
4√3A
4A
5A
2.01A
1860. একটি দুই পোলবিশিষ্ট অল্টারনেটরের ভিতরে একটি পরিবাহী 360 স্পেস ডিগ্রি অতিক্রম করলে সাইকেল উৎপন্ন হয়-
360টি
4টি
2টি
1 টি