MCQ
1881. একটি AC সার্কিট Voltage current-কে 60 degree Lead করে। Power factor কত?
0.866 lag
0.5 lag
0.5 lead
0.60 lag
1882. একটি RLC সার্কিটে C-এর মান কমানো হলে Resonance frequency-
অপরিবর্তিত থাকবে
বেড়ে যাবে
যে-কোনোটি হতে পারে
কমাবে
1883. দুটি Capacitor-এর একটির মান 10µF এবং অপরটির মান 100µF. Capacitor দুটি series-এ সংযুক্ত করা হলে মোট capacitance হবে-
110µF
90µF
90.90μF
9.09µF
1884. একটি বৈদ্যুতিক বাতি 220V, 50Hz সরবরাহ লাইনের সাথে সংযুক্ত আছে। বর্তনীর শীর্ষ বিভব কত?
110V
311V
220V
320V
1885. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয় কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়-
রেকটিফায়ার
ইন্ডাক্টর
ক্যাপাসিটর
ট্রান্সডিউসার
1886. কোন Ideal বর্তনীতে কারেন্ট, ভোল্টেজের 90° অগ্রগামী থাকে?
Resistive
Inductive
Capacitive
Resonance
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ideal ক্ষেত্রে ক্যাপাসিটিভ লোডের কারেন্ট ভোল্টেজের 90° অগ্রগামী থাকে এবং ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের 90° পশ্চাৎগামী থাকে।
1887. একটি ওয়েভ এক সাইকেলে যে দূরত্ব অতিক্রম করে, তাকে কী বলে? |BREB-
Cycle
Frequency
Wavelength
None
1888. একটি Alternator-এর Sine wave-এর জন্যে Form Factor-এর মান কত?
1.21
1.11
1.21
1.12
1889. 2, 3, 3 6µF এর তিনটি ধ্রুবক শ্রেণিসমবায়ে 10V উৎসের সাথে সংযুক্ত। 3µF ধারকটিতে আধানের পরিমাণ কত?
5μα
10μC
15μC
12µC
1890. অল্টারনেটিং Current-এর RMS-এর মান ৫ Amp হলে সর্বোচ্চ মান হবে-
১০ Amp
৭.০৭ Amp
৭.৫ Amp
কোনোটিই নয়
1891. একটি 5H inductor এর কারেন্ট 0.2 sec-এ 3A পরিবর্তন হলে inductor-টির দুইপ্রান্তে কত voltage পাবে?
75V
3V
1.2V
5V
1892. যদি L = 1H এবং f = 50Hz হয়, তাহলে XL = ?
314 ohm
624 ohm
314H
314Hz
1893. একটি 3-Phase AC সার্কিটে Power মাপার জন্য কমপক্ষে কয়টি Wattmeter প্রয়োজন?
১
২
১8
8
1894. দুটি ক্যাপাসিটরের ধারকত্ব যথাক্রমে ৪৫ মাইক্রোফ্যারাড ও ৯০ মাইক্রোফ্যারাড। এদেরকে সিরিজে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে?
২০ মাইক্রোফ্যারাড
৪৫ মাইক্রোফ্যারাড
২৫ মাইক্রোফ্যারাড
৩০ মাইক্রোফ্যারাড
1895. কোনো দিক পরিবর্তী তড়িচ্চালক শক্তির শীর্ষমান 1.41V হলে এর বর্গমূল গড় মান কত?
1V
2V
100V
None
1896. কখন ভোল্টেজ Regulation নেগেটিভ হয়?
Inductive load
Capacitive load
Resistive load
কোনোটাই নয়
1897. 100 টি 2F ধারক সমান্তরালে লাগালে তুল্য ধারকত্ব কত?
50F
200F
100F
কোনোটিই নয়
1898. একটি ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে কত ডিগ্রি পিছনে থাকে?
40°
90°
180°
30°
1899. Skin effect-এর জন্য conductor-এর resistance-
কমে
একই থাকে
বাড়ে
কোনোটিই নয়
1900. দুটি ১০µF ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান হবে-
১০০µF
৫.৫µF
৫.0µF
২০µF