25. একটি 3-phase distribution Transformer-এর primary secondary connection কী ধরনের হয়?
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা:  ব্যাখ্যা: 3-distribution transformer- Primary Secondary- তে এ-৮ সংযোগ প্রদান করা হয়। কেননা, ডিস্ট্রিবিউশন সাইডে প্রাইমারিতে তিনটি তারের সাহায্যে ব্যালেন্স লোড সরবরাহ করা হয় এবং সেকেন্ডারিতে তিনটি তারের পাশাপাশি ৪র্থ তার হিসেবে নিউট্রাল প্রয়োজন হয় বলে সেকেন্ডারিতে Y সংযোগ প্রদান করা হয়।