Image
এসি মেশিন MCQ
41. একটি ট্রান্সফর্মারের নো-লোড ভোল্টেজের চেয়ে ফুল লোড ভোল্টেজ কখন বেশি হবে?
ক্যাপাসিটিভ লোড হলে
কোর লস বেশি হলে।
ইন্ডাকটিভ লোড হলে
কপার লস বেশি হলে
42. একটি ট্রান্সমিশন সিস্টেমে গ্রাহক প্রান্তে ৩-ফেজ ট্রান্সফর্মারের কোন সংযোগটি ব্যবহৃত হয়?
ডেল্টা-ওয়াই
ওয়াই-ডেল্টা
ডেল্টা-ডেল্টা
ওয়াই-ওয়াই
44. এসি জেনারেটরের পাওয়ার ফ্যাক্টর নির্ভর করে এর-
স্পিডের উপর
ফিল্ড ভোল্টেজের উপর
সংযুক্ত লোডের উপর
প্রাইম মুভারের উপর
45. একটি ৩ ফেজ এর মোটর লাইন ভোল্টেজ ৪০০ ভোল্ট, লাইন কারেন্ট ৫ অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর ০.৯ মোটরটি কত ওয়াট পাওয়ার-এ চলছে?
৬০০০ ওয়াট
৫৪০০ ওয়াট
৩১১৮ ওয়াট
২৫৪৫ ওয়াট
46. ওভারহিটিং এর কারণে ট্রান্সফরমারের কোন অংশটি ক্ষতিগ্রস্ত হয়?
ওয়াইন্ডিং ইনসুলেশন
আয়রন
কোর কপার ওয়াইন্ডিং
ফ্রেম
47. স্টার ডেল্টা স্টার্টার কোথায় ব্যবহার হয়?
সিনক্রোনাস মোটরে
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরে
ডিসি মোটরে
48. ২ পোল একটি ইন্ডাকশন মোটর ৫০ হার্টজ-এ ২৯০০ আরপিএম-এ ঘোরে। এর % স্লিপ কত?
৩.৩০%
০.৩৩%
৩৩.৩%
০.০০০%
49. ২ পোলের একটি সিনক্রোনাস মোটরকে ৫০ হার্টজ-এর উৎস থেকে সংযোগ দেয়া হলে, তা কত স্পিডে ঘুরবে?
৭২০০ আরপিএম
৩০০০ আরপিএম
৩৬০০ আরপিএম
২০০০ আরপিএম
50. কোন মোটরের ঘূর্ণায়ন উৎপন্ন করতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
ইন্ডাকশন মোটর
ইউনিভার্সেল মোটর
সিরিজ মোটর
শান্ট মোটর
51. একটি 3-phase induction মোটরের বেলায় কোনটি ভুল?
Self-starting
Speed সাধারণত synchronous speed এর কম
Stator- power supply থাকে
Rotor- power supply থাকে
52. নিচের কোন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টটি এসিকে ডিসিতে রূপান্তরিত করতে পারে না?
মার্কারি আর্ক রেক্টিফায়ার
ট্রান্সফরমার
ডায়োড
কনভার্টার
53. স্টার্টিং টর্ক অত্যন্ত বেশি-
সিরিজ মোটরে
শান্ট মোটরে
কম্পাউন্ড মোটরে
সিনক্রোনাস মোটরে
54. কোনটি নিজে নিজে স্টার্ট নিতে পারে?
সিনক্রোনাস মোটর
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
সবগুলো
55. এক-ফেজ ইন্ডাকশন মোটর নিজে স্টার্ট নিতে পারে না, কারণ
এটা রিভলভিং ম্যাগনেটিক গোল সৃষ্টি করতে পারে না
পালসেটিং ফ্লাক্স ঘূর্ণন সৃষ্টি করতে পারে না
সিনক্রোনাস গতির কারণে রিভলভিং ফ্লাক্স তৈরি হয় না
এর স্লিপের কারণে
56. স্থির ঘূর্ণায়ন নিশ্চিত করা যায় –
মোটরে
সিরিজ
শান্ট
সিনক্রোনাস
57. ৬০ হার্টজ-এ ডিজাইন করা একটি ট্রান্সফর্মারকে ৫০ হার্টজ-এ চালালে---
ফ্লাক্স ঘনত্ব বেড়ে যাবে
কোর লস বেড়ে যাবে
এক্সাইটিং কারেন্ট বেড়ে যাবে
সবগুলোই সঠিক
58. স্লিপ রিং থাকে-
এসি জেনারেটরে
ডিসি জেনারেটরে
ইন্ডাকশন মোটরে
রেক্টিফায়ারে
59. Transformer-এর শর্টসার্কিট টেস্ট-এ নিচের কোনটি পাওয়া যায়?
আয়রন লস
নো-লোড কারেন্ট
সিস্টেম লস
কপার লস
60. ইলেকট্রিক ট্রাকশনে চৌম্বক লেভিটেশন তৈরি করার জন্য ব্যবহৃত হয়-- মোটর।
লিনিয়ার
স্টেপার
ব্রাশবিহীন ডিসি
স্থায়ী চুম্বক