Image
এসি মেশিন MCQ
61. Transformer-এর Supply frequency বাড়লে iron --
বাড়বে
একই থাকবে
কমবে
কোনোটিই নয়
62. একটি ট্রান্সফরমারের ফুল লোড ভোল্টেজ নো লোড ভোল্টেজ অপেক্ষা বৃদ্ধি পাওয়ার কারণ-
লোডের প্রকৃতি ক্যাপাসিটিভ
লোভের প্রকৃতি ইন্ডাকটিভ
ওলোডের প্রকৃতি রেজিস্টিভ
কোনোটিই সঠিক নয়
63. একটি স্টেপার মোটরের ক্ষেত্রে নিচের কোন রূপান্তরটি প্রযোজ্য?
ডিসি থেকে ডিসি
এসি থেকে এসি
ডিসি থেকে এসি
ডিজিটাল থেকে অ্যানালগ
64. 1500 rpm সিনক্রোনাস স্পিড-এ চলার জন্য মোটরের পোল সংখ্যা কত হবে?
5
4
3
2
65. একটি ট্রান্সফরমার ৫০ হার্টজে চালানোর জন্য ডিজাইন করে ১০০ হার্টজে চালালে কী অসুবিধা হবে?
প্রাইমারি কয়েলের রিয়্যাকট্যাপ কমে যাবে
নো-লোড কারেন্ট কমে যাবে
নো-লোড কারেন্ট বেড়ে যাবে
ফ্লাক্সের ঘনত্ব বেড়ে যাবে
66. একটি transformer-এর truns ratio 50:120. Transformer-এর secondary current 100A হলে Primary Current কত?
50A
240A
600A
1200A
67. Electrical machine-4 laminated core কী কমানোর জন্য ব্যবহৃত হয়?
copper loss
eddy current loss
hysteresis loss
core loss
68. অল্টারনেটরের কোনটি স্থির থাকে?
Field
Armature
Shunt Field
কোনোটিই নয়
69. বড় বড় পাওয়ার ট্রান্সফরমারের চারপাশে পূর্ণদৈর্ঘ্য স্টিল পাইপ ব্যবহার করা যায় যাতে-
বাইরের আঘাত থেকে রক্ষা করা যায়
কুলিং অয়েল প্রবাহ করতে পারে
ভারসাম্য সৃষ্টি হয়
ক্রেন দ্বারা উঠানো যায়
71. ১৫০০ হার্টজের ডিজাইন করা একটি ট্রান্সফরমারকে ১০০০ হার্টজে চালালে-
প্রাইমারি রিয়‍্যাকট্যান্স কমে যাবে
এক্সাইটিং কারেন্ট কমে যাবে
এক্সাইটিং কারেন্ট বেড়ে যাবে
ফ্লাক্স ঘনত্ব কমে যাবে
72. কোন অবস্থায় অলটারনেটরের টার্মিনাল ভোল্টেজ ইনডিউসড ভোল্টেজ অপেক্ষা বেশি হয়ে যায়?
ওলোড কারেন্ট টার্মিনাল ভোল্টেজকে ল্যাগ করলে
লোড কারেন্ট টার্মিনাল ভোল্টেজকে লিড করলে
পাওয়ার ফ্যাক্টর শূন্য হলে
পাওয়ার ফ্যাক্টর একক হলে
73. কোনটি ২টি Alternator-এর parallel operation জন্য প্রয়োজনীয় শর্ত (condition) নয়?
সমান Voltage
সমান fresquency
সমান KVA রেটিং
কোনোটিই নয়
74. ভোল্ট সরবরাহে চালালে কী অসুবিধা হতে পারে?
তারগুলো খুবই গরম হয়ে উঠবে
পাওয়ার ফ্যাক্টর কমে যাবে
পাওয়ার ফ্যাক্টর বেড়ে যাবে
পাওয়ার আউটপুট বেড়ে যাবে
75. ট্রান্সফরমার-এ ভোল্টেজ তৈরি হয় যে পদ্ধতিতে-
আবেশন
সঞ্চালন
আবেশন ও সঞ্চালন
কোনোটিই নয়
76. একটি 3-phase সার্কিটে Line voltage 230V. line current 10A, Power factor 1.0 হলে Power loss কত?
2300W
23W
3983.6W
5290W
77. ১৬০ কিলোওয়াট-বিশিষ্ট একটি লোড ৮০% ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে। স্ট্যাটিক কনডেন্সার দিয়ে পাওয়ার ফ্যাক্টর ১০০% ভাগে উন্নীত করতে এর রিয়‍্যাকটিভ কে.ভি.এ. কত হবে?
80
৮০
১২০
১৬০
78. একটি Single ফেজ মোটরে Starting winding নিম্নের কোনটিতে স্থাপন করা হয়?
Rotor
Armature
Stator
Field
79. Transformer-এর Efficiency কখন শূন্য হয়?
Full লোডে
Half লোডে
এক-চতুর্থাংশ লোডে
No লোডে