Image
MCQ
1. একটি 3-Phase Synchronous Motor-এ কয়টি Slip- ring থাকে?
One-slip ring
No-slip ring
Two slip rings
Three slip rings
2. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের সাপ্লাই ভোল্টেজ ৫% পরিবর্তনের ফলে এর উৎপন্ন টর্কে কত পরিবর্তন হবে?
৫%
২০%
১৫%
১০%
3. Electric train-এ কী ধরনের মোটর ব্যবহৃত হয়?
1-phase AC motor
DC series motor
DC shunt motor
3-phase induction motor
4. একটি T-T ট্রান্সফরমারের নিচের কোন ট্রান্সফরমারের সাথে প্যারালেল সংযোগ সম্ভব নয়?
V-V
Y-Y
Y- Δ
Δ- Δ
5. খ্রি-টু-থ্রি ফেজ ট্রান্সফরমার কানেকশন নিচের কোন প্যারালাল কম্বিনেশনে সম্ভব নয়?
Υ-Υ টু Δ- Δ
Y-Y টু Y-Y
Y- Δ টু Δ- Δ
Y- Δ টু Δ-Y
6. সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে কোন কার্ডটিকে 'V- Curve' বলা হয়?
আর্মেচার কারেন্ট বনাম আর্মেচার ভোল্টেজ
আর্মেচার কারেন্ট বনাম ফিল্ড কারেন্ট
আর্মেচার ভোল্টেজ বনাম ফিল্ড ভোল্টেজ
ফিল্ড কারেন্ট বনাম ফিল্ড ভোল্টেজ
7. Transformer-এর রেটিং কী দ্বারা প্রকাশ করা হয়?
kW-এ
KVAR-এ
KVA-তে
ক ও খ তে
8. একটি 200 kVA সিঙ্গেল পেজ ট্রান্সফর্মারের টার্ন রেশিও 3000/300। ট্রান্সফর্মারের প্রাইমারিতে 500V, 50Hz সরবরাহের সাথে সংযুক্ত করা হলো। ট্রান্সফর্মারের ফুল লোড অবস্থায় সেকেন্ডারি ওয়াইন্ডিং-এর কারেন্টের পরিমাণ নির্ণয় কর।
100 A
4000 A
200A
কোনটি নয়
9. একটি ৫০ Hz Induction motor-এর Speed ১০০০ rpm হলে মোটরের পোল সংখ্যা কত?
৮poles
৬ poles
8 poles
২ poles
10. কোন ধরনের Motor-এর no-load speed সর্বোচ্চ হয়?
Shunt motor
Series motor
Cumulative compound motor
Differntiate compound motor
11. নিচের কোনটি নিজে নিজে স্টার্ট নিতে পারে?
সিনক্রোনাস মোটর
সিঙ্গেল-ফেজ ইন্ডাকশন মোটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
সবগুলো
12. একটি ট্রান্সফরমারের মুখ্য ও অনুপাত 2:5 এবং মুখ্য কুণ্ডলীতে বিভব কুণ্ডলীতে বিভব কত হবে?
40V
100V
80V
250V
13. Magnetic loss জেনারেটরের কোন অংশে হয়?
কপার তারে
ব্রাসে
লোহার অংশে
কোনোটিই নয়
14. ট্রান্সফর্মারের শর্ট সার্কিট টেস্ট থেকে নিচের কোনটি বের করা যায়?
আয়রন লস
নো-লোড কারেন্ট
সিস্টেম লস
কপার লস
15. একটি DC series মোটরের Armature-এর তড়িৎ- প্রবাহ যদি দ্বিগুণ হয়, তবে Motor Torque--
দ্বিগুণ
চারগুণ
এক-চতুর্থাংশ
কোনো পরিবর্তন হবে না
16. ফ্রিকুয়েন্সি অব ফেজ ইন্ডাকশন মোটর নির্ণয় করা হয়-
f=PV/2
f=P/2xm
f=PN/120
f=120/PN
17. রোবটের অ্যাকচুয়েটর কী?
ইলেকট্রিক মোটর
তাপ নির্গমন
ব্যাটারি
ন্যানোটিউব
18. সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে কোন কার্ডটিকে 'V- Curve' বলা হয়?
আর্মেচার কারেন্ট বনাম আর্মেচার ভোল্টেজ
আর্মেচার কারেন্ট বনাম ফিল্ড কারেন্ট
ফিল্ড কারেন্ট বনাম ফিল্ড ভোল্টেজ
আর্মেচার ভোল্টেজ বনাম ফিল্ড ভোল্টেজ
19. ১০ পোল এবং 50Hz এর একটি খ্রি-ফেজ * ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড খবে-
300 rpm
600 гpm
1000 rpm
1200 rpm
20. স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা হয়....
সিনক্রোনাস মোটর
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
ডিসি মোটর