Image
MCQ
21. যদি ট্রান্সফরমারের Full load 0.95 পাওয়ার Factor- 95kW হয়, তবে এর KVA রেটিং হবে-
100
90
90.25
614
22. Transformer-এর short circuit test-এ wattmeter reading কী নির্দেশ করে?
core loss
copper loss
eddy current loss
কোনোটিই নয়
23. ট্রান্সফর্মারের Primary Secondary ckt-এ কোনটি অপরিবর্তিত থাকে?
Power
VA
Current
Voltage
24. ৪-পোল এবং 50Hz এর একটি ৩-ফেজ Induction মোটরের Synchronous speed হবে-
১০০০ rpm
১৫০০ rpm
৮০০ rpm
১০০ rpm
26. Transformer-এর অল ডে Efficiency-কে বলা হয়-
Power Efficiency
Energy Efficiency
Current Efficiency
কোনোটাই নয়
27. একটি synchronous মোটরের Field under excited হলে Power factor হবে-
lagging
leading
১১.০
১.০
29. Synchronous condenser বলতে কী ধরনের Machine-কে বুঝায়?
Alternator
Synchronous motor (leading p.f)
Synchronous motor (lagging p.f)
Induction motor
30. ৩ ফেজ ৪-ওয়্যার সার্ভিসের জন্য ট্রান্সফরমারের কোন সংযোগটি সবচেয়ে উপযুক্ত হবে?
Δ-Υ
Δ- Δ
Y-Y
Υ-Δ
32. একটি 3-phase distribution Transformer-এর primary secondary connection কী ধরনের হয়?
Δ-Υ
Y-Y
Υ-Δ
Δ- Δ
33. একটি 3-phase induction মোটরের ঘূর্ণন (rotation)- এর দিক (direction) কীভাবে পরিবর্তন করা যায়?
Voltage-এর মান বাড়িয়ে
Voltage-এর মান কমিয়ে
AC supply এর phase sequence পরিবর্তন করে
Rotor-এ pole এর সংখ্যা বাড়িয়ে
35. Frequency দ্বিগুণ করলে একটি transformer এর কোন lossটি দ্বিগুণ হয়?
Hysteresis loss
Iron loss
Eddy current loss
Copper loss
36. Transformer oil ব্যবহার করে কী কাজ সম্পাদন করা হয়?
Cooling
Insulation
Colling এবং Insulation
Lubrication
37. ইলেকট্রিক্যাল মেশিনে ল্যামিনেটেড কোর ব্যবহৃত হয়- হ্রাসের উদ্দেশ্যে।
কপার লস
হিসটেরেসিস লস
আয়রন লস
এডি কারেন্ট লস
38. লোডেড অবস্থায় অল্টারনেটরের Voltage Drop-এর কারণ?
Armature রেজিস্ট্যান্স
Armature Reactance
Armature Reaction
সব কয়টি
39. Transformer-এ ট্যাপিং কেন করা হয়?
Leakage current কমানোর জন্য
Different আউটপুট ভোল্টেজের জন্য
বিভিন্ন Input ভোল্টেজের জন্য
আউটপুট Voltage বৃদ্ধির জন্য
40. একটি Transformer-এ কী কী ধরনের Power loss হয়?
Hysteresis loss
Iron loss
Iron loss copper loss
Eddy current loss