Image
কন্সট্রাকশন প্রসেস Questions
161. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
Segregation
Bulking
Bleeding
Creeping
162. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
Comperssion
Tension
Bending
কোনোটিই নয়
163. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
164. বন্যায় গৃহ রক্ষা করতে কী বাড়াতে হবে?
ছাঁদ উচু করতে হবে
ঘরের প্লিন্থের (Plinth) উচ্চতা বাড়াতে হবে
দেয়ালের উচ্চতা বাড়াতে হবে
জানালার উচ্চতা বাড়াতে হবে
165. Durable concrete-এর জন্য Water-Cement ratio সর্বোচ্চ-
0.2
0.4
0.6
0.8
166. কংক্রিটে Shrinkage strain-এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
167. চারটি Aggregate নমুনা A, B, C, D এর Los Angeles Abrasion Value যথাক্রমে 18%, 25%, 23% এবং 16%; কোন নমুনাটি সবচেয়ে শক্ত (Hard)?
A
B
C
D
168. ৫০ কেজি ব্যাগের দুই ব্যাগ সিমেন্ট ঘোলানোর জন্য লিটার পানির প্রয়োজন।
৩৩
৩৭
৪১
৪৫
169. সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা
170. আমাদের climate-এ বিল্ডিং-এর orientation কী হবে?
পূর্ব
পশ্চিম
দক্ষিণ
দক্ষিণ-পশ্চিম
171. টেনসাইল স্ট্রেস্থ অব কংক্রিটের মান কত?
2-5 MPa
0-5 MPa
12-15 MPa
10-12 MPa
172. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট-পানির অনুপাত
খোয়ার গ্রেডিং-এর উপর
সবগুলো
173. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete- এর Cylinder-এর কতদিনের test করা হয়?
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
174. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability ভালো পাওয়া যায়?
Elongated
Angular
Rounded
সবগুলো
175. 4 নং (4.75mm) চালুনিতে বাধাপ্রাপ্ত সব অ্যাগ্রিগেট-
ফাইন অ্যাগ্রিগেট
কোর্স অ্যাগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনোটিই নয়
176. কাঠামোর স্ফেটিক (Efllorescence) সৃষ্টির জন্য দায়ী-
আর্সেনিক
অ্যাসিড
লবণ
ক্ষার
177. Workable concrete-এর পানি ও সিমেন্টের ন্যূনতম অনুপাত-
0.3
0.4
0.5
0.6
178. BNBC অনুযায়ী গাড়ি র‍্যাম্পের অনুপাত-
১:৪
১:৬
১:৮
১:১২
179. Fine aggregate Coarse aggregate-এর পৃথকীকরণ Site কত?
3”/4
3”/16
1”/4
1”/2
180. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব-এর ডাইমেনশন কত?
2cm x 2cm x 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"