MCQ
181. সাধারণত ইমারতের উচ্চতা প্রস্থের কত গুণের চেয়ে কম বা বেশি হলে উইন্ড লোড বিবেচনা করা হয় না?
2
3
4
5
182. স্ল্যাবের রিব ঢালাইয়ে ব্যবহৃত খোয়ার সাইজ সর্বোচ্চ কত হওয়া উচিত?
৫ মিমি
৭.৫ মিমি
১০ মিমি
১৫ মিমি
183. ফ্লোরের ড্যাম্প (Damp) প্রতিরোধে ব্যবহৃত হয়-
RCC
DPC
Plaster
Lime concrete
184. ছাদের পানি চুইয়ে পড়া প্রতিরোধ করার জন্য কী দ্বারা আবরণ সৃষ্টি করা হয়?
জিওটেক্সটাইল
বিটুমিন
সোডা
পটাশ
185. . 'লাজুক' কোন ধরনের শব্দ? [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১/ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯]
মৌলিক
যোগরূঢ়
রূঢ়ি
যৌগিক
186. বিপদগ্রস্ত কাঠামোকে সাময়িকভাবে সাপোর্ট দেয়ার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তা-
আন্ডার পিনিং
টিম্বারিং
স্কাফোল্ডিং
শোরিং
187. সেতুর ভিত্তির জন্য মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
পারকুশন বোরিং
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
টেস্ট সিলিন্ডার
188. সাধারণত রাস্তার কাজে এবং ইটের মেঝেতে ব্যবহৃত হয়-
জিগজ্যাগ বন্ড
ডায়াগোনাল বন্ড
হেরিং-বোন বন্ড
ডাচ বন্ড
189. স্থায়ী জলাবদ্ধ এলাকায় কাঠামোর ভিত্তি নির্মাণ করা হয়-
পায়ার ভিত্তি
র্যাফট ভিত্তি
স্টিল গ্রিলেজ ভিত্তি
টিম্বার গ্রিলেজ পদ্ধতি
190. নিচের কোনটির Fire resisting property রয়েছে?
Marble
Lime stone
Compact sand stone
Granite
191. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়?
For Hill Road
Masonry Dams
Wing Wall
For all of them
192. কংক্রিট ঢালাই-এর উপযুক্ত তাপমাত্রা-
72-98°F
90-120°F
95-130°F
100-150°F
193. ভিত্তির ব্যর্থতার কারণ-
মাটির অসম বসন
অসম লোড বণ্টন
মাটির অসম প্রকৃতি
অসম গাঁথুনি
194. Slump test-এ Steel rod দিয়ে কতবার Concrete compact করতে হয়?
20 বার
25 বার
30 বার
50 বার
195. Concrete-এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
7
14
28
196. Water-cement ratio কী?
পানির আয়তন/সিমেন্টের আয়তন
পানির ওজন/সিমেন্টের ওজন
পানির ওজন/সিমেন্টের আয়তন
ক এবং খ
197. সিঁড়িতে প্রতি ফ্লাইটে কতটির বেশি ধাপ থাকা উচিত নয়?
10
12
15
11
198. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে-
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
কোনোটিই নয়
199. দেয়ালের আড়াআড়ি ইটের স্থাপনাকে বলা হয়-
হেডার
স্ট্রেচার
ক্লোজার
অ্যারাইজার
200. দালানের বুনিয়াদ শক্ত করতে হলে যে পদ্ধতিতে শোরিং করা হয়-
ডেড শোর
রেকিং শোর
ফ্লাই শোর
স্কাফোল্ডিং