EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. স্ল্যাবের রিব ঢালাইয়ে ব্যবহৃত খোয়ার সাইজ সর্বোচ্চ কত হওয়া উচিত?
৫ মিমি
৭.৫ মিমি
১০ মিমি
১৫ মিমি
ব্যাখ্যা: স্ল্যাবের রিব ঢালাইয়ে ব্যবহৃত খোয়ার সাইজ সর্বোচ্চ ১০ মিমি এবং সর্বনিম্ন ৪.৭৫ মিমি।
182. ছাদের পানি চুইয়ে পড়া প্রতিরোধ করার জন্য কী দ্বারা আবরণ সৃষ্টি করা হয়?
জিওটেক্সটাইল
বিটুমিন
সোডা
পটাশ
ব্যাখ্যা: ছাদ বা যে-কোনো বৃহৎ পৃষ্ঠের আর্দ্রতা রোধ করার জন্য বিটুমিনের প্রলেপ বা বিটুমিনাস কার্পেট ব্যবহার করা হয়ে থাকে।
183. Water-cement ratio কী?
পানির আয়তন/সিমেন্টের আয়তন
পানির ওজন/সিমেন্টের ওজন
পানির ওজন/সিমেন্টের আয়তন
ক এবং খ
ব্যাখ্যা: কংক্রিটে ব্যবহৃত সিমেন্ট ও পানির অনুপাতকে ওয়াটার- সিমেন্ট রেশিও বলে।
184. সাধারণত ইমারতের উচ্চতা প্রস্থের কত গুণের চেয়ে কম বা বেশি হলে উইন্ড লোড বিবেচনা করা হয় না?
2
3
4
5
185. বিপদগ্রস্ত কাঠামোকে সাময়িকভাবে সাপোর্ট দেয়ার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তা-
আন্ডার পিনিং
টিম্বারিং
স্কাফোল্ডিং
শোরিং
ব্যাখ্যা: কোনো কাঠামোকে যদি পুনর্নির্মাণ বা কাঠামো যে-কোনো কারণে বসন বা হেলে যেতে থাকে তাহলে কাঠামোকে যে অস্থায়ী বেষ্টনী দিয়ে সাপোর্ট প্রদান করা হয়, তাকে শোরিং বলে।
186. ভিত্তির ব্যর্থতার কারণ-
মাটির অসম বসন
অসম লোড বণ্টন
মাটির অসম প্রকৃতি
অসম গাঁথুনি
ব্যাখ্যা: ভিত্তির ব্যর্থতার প্রধান কারণ মাটির অসম বসন। যদি ভিত্তির নিচের বিভিন্ন স্থানে বসনের মান ভিন্ন ভিন্ন হয় তবে এরূপ বসনকে। অসম বসন বলে।
187. দালানের বুনিয়াদ শক্ত করতে হলে যে পদ্ধতিতে শোরিং করা হয়-
ডেড শোর
রেকিং শোর
ফ্লাই শোর
স্কাফোল্ডিং
ব্যাখ্যা: কোনো দালানের ভিত্তিতে সমস্যা হলে বা শক্তিশালী করার দরকার হলে ঐ দালানের পার্শ্ববর্তী দালান বা কাঠামোকে বসে যাওয়া থেকে প্রতিরোধ করার জন্য অনুভূমিক বা ফ্লাই শোরিং ব্যবহার করা হয়।
188. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়?
For Hill Road
Masonry Dams
Wing Wall
For all of them
ব্যাখ্যা: মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধের জন্য নির্মিত কাঠামোকে Retaining Wall বলে।
189. সাধারণত রাস্তার কাজে এবং ইটের মেঝেতে ব্যবহৃত হয়-
জিগজ্যাগ বন্ড
ডায়াগোনাল বন্ড
হেরিং-বোন বন্ড
ডাচ বন্ড
ব্যাখ্যা: জিগ-জাগ বন্ড অনেকটা হেরিংবোন বন্ডের মতো। মাদুর বুননীর মতো বন্ধন মনে হয়।
190. স্থায়ী জলাবদ্ধ এলাকায় কাঠামোর ভিত্তি নির্মাণ করা হয়-
পায়ার ভিত্তি
র‍্যাফট ভিত্তি
স্টিল গ্রিলেজ ভিত্তি
টিম্বার গ্রিলেজ পদ্ধতি
ব্যাখ্যা: টিম্বার গ্রিলেজ ফাউন্ডেশন জলাবদ্ধ অঞ্চলগুলোতে বিশেষভাবে কার্যকর, যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুব কম এবং যেখানে স্টিলের বিমগুলো জলাবদ্ধতার কারণে ক্ষয় হয়ে নষ্ট হতে পারে।
191. সেতুর ভিত্তির জন্য মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
পারকুশন বোরিং
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
টেস্ট সিলিন্ডার
ব্যাখ্যা: সেতুর ভিত্তির জন্য মাটি পরীক্ষা করতে ওয়াশ বোরিং ব্যবহৃত হয়। ওয়াশ বোরিং প্রক্রিয়া জনপথ, রেলপথ ও বিমান বন্দরের ভূ-স্তর তদন্তের জন্য বিশেষ উপযোগী।
192. নিচের কোনটির Fire resisting property রয়েছে?
Marble
Lime stone
Compact sand stone
Granite
ব্যাখ্যা: Fire resistance এবং ক্ষয় প্রতিরোধী হিসাবে Compact sand stone ব্যবহার করা হয়ে থাকে।
193. ফ্লোরের ড্যাম্প (Damp) প্রতিরোধে ব্যবহৃত হয়-
RCC
DPC
Plaster
Lime concrete
ব্যাখ্যা: DPC হচ্ছে ড্যাম গ্রুপ কোর্স। ফ্লোরে ডিপিসি প্রদান করা হয়, যাতে আবহাওয়াজনিত কারণে ফ্লোর স্যাঁতসেঁতে না হয়। আর্দ্রতা প্রতিরোধের জন্য মূলত ডিপিসি প্রদান করা হয়।
194. দেয়ালের আড়াআড়ি ইটের স্থাপনাকে বলা হয়-
হেডার
স্ট্রেচার
ক্লোজার
অ্যারাইজার
ব্যাখ্যা: এক ইটের দৈর্ঘ্যের সমান পুরুত্ব বিশিষ্ট দেওয়ার জন্য অথবা বাঁকা ওয়াল নির্মাণ করার জন্য হেডার বন্ড ব্যবহৃত হয়।
195. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে-
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
কোনোটিই নয়
ব্যাখ্যা: যে-সকল পদার্থ কংক্রিটে ব্যবহার করলে কংক্রিটের গুণাগুণ বৃদ্ধি পায় তথা কংক্রিটের শক্তি বৃদ্ধি পায়, তাকে অ্যাডমিক্সচার
196. Concrete-এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
7
14
28
ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায়। ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
197. কংক্রিট ঢালাই-এর উপযুক্ত তাপমাত্রা-
72-98°F
90-120°F
95-130°F
100-150°F
ব্যাখ্যা: কংক্রিট ঢালাইয়ের তাপমাত্রা যদি 72-98%-এর মধ্যে থাকে তাহলে কংক্রিটের কার্যোপযোগিতা ঠিক থাকে এবং কিউরিং করা যায়।
198. Slump test-এ Steel rod দিয়ে কতবার Concrete compact করতে হয়?
20 বার
25 বার
30 বার
50 বার
ব্যাখ্যা: Slump test-এ ১৬ মিমি ব্যাসের ৬০ সেমি লম্বা রড দ্বারা প্রতি স্ত রে ২৫ বার খুঁচিয়ে গাদাতে হবে।
199. সিঁড়িতে প্রতি ফ্লাইটে কতটির বেশি ধাপ থাকা উচিত নয়?
10
12
15
11
ব্যাখ্যা: উঠানামার সুবিধার জন্য একটি ফ্লাইটে ধাপ সংখ্যা ১০ থেকে ১২টি, তবে সর্বোচ্চ ১৫টি হবে এবং সর্বনিম্ন ৩টি কম নয়।
200. . 'লাজুক' কোন ধরনের শব্দ? [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১/ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯]
মৌলিক
যোগরূঢ়
রূঢ়ি
যৌগিক