Image
MCQ
641. Timber seasoning করা হয় কেন?
Timber এর ওজন বৃদ্ধি করার জন্য
Timber এর Strength বৃদ্ধির জন্য
ওপরের সবগুলো
উপরের কোনটি নয়
642. Ordinary Portland cement - এর initial setting time কত?
৩০ মিনিট
১ঘন্টা
৪ ঘণ্টা
১০ ঘণ্টা
643. Portiand Cement এর প্রধান দুটি উপাদান হচ্ছে-
আয়রন অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড
অ্যালুমিনা ও ম্যাগনেসিয়াম অক্সাইড
ক্যালসিয়াম অক্সাইড ও সিলিকা
উপরের কোনটি নয়
644. Concrete mix-এর ক্ষেত্রে slump value বৃদ্ধি পেলে concrete এর workability-
বৃদ্ধি পাবে
কমে যাবে
অপরিবর্তীত থাকে
ওপরের কোনটি নয়
645. হাতে তৈরি প্রথম শ্রেণির মসলা বিহীন ইটের আকার কত?
10" x 5" x 3"
9.5"x 4.5"x 2.75"
9 "x 4"x 2.5"
12"x 2"x 2.5"
647. Slump test - এ কনক্রিট এর প্রতিটি স্তরকে কীভাবে Compact করা হয়-
5/8 inch dia রড দিয়ে ২০ বার
3/4 inch dia রড দিয়ে ২০ বার
5/8 inch dia রড দিয়ে ২৫ বার
5/8 inch dia রড দিয়ে ৩০ বার
650. Wich of the following test given information about workability of concrete ? নিচের কোন পরীক্ষা কনক্রিটের সম্পর্কে তথ্য দেয়?
Compression
Hammer test
Testing test
Slump test
654. Slum test এর জন্য ব্যবহৃত moudle এর হলো-
১০ সে.মি
৩০ সে.মি
২০ সে.মি
কোনটিই নয়
655. The bending stress and shearing stress at neutral axis of a simple beam section are respectively (বীম প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষে বেন্ডিং স্ট্রেস ও শিয়ারিং স্ট্রেস যথাক্রমে-)
maximum & maximum
minimum & maximum
maximum & minimum
minimum & minimum
656. The brick laid with its length parallel to the face of the wall is called a (দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে-)
stretcher
course
closer
header
657. fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ যে চালুনী ব্যবহৃত হয় তা হলো-
No 50
No 100
No 150
No 200
658. What should be the initial setting time of Ordinary Portland Cement [সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক সেটিং টাইম কত হওয়া উচিত?
< 30 min
< 34 min
< 40 min
< 50 min
659. বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে-
underpinning
shoring
scaffolding
jacking
660. . The maximum bending moment of a simply supported beam subjected to uniformly distributed load occurs [সাধারনভাবে স্থাপিত একটি বীম সমভাবে বিস্তৃত লোডের অধীনে এর সর্ব্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে)
at left support
at night support
at mid span
at a quarter section from left support