Image
MCQ
121. কোনটি আত্মজীবনীমূলক রচনা-
কমলাকান্তের দপ্তর
বায়ান্নর দিনগুলো
আমার পথ
মাসি-পিসি
122. ভাষা সৈনিকদের শহিদ হওয়ার খবর শেখ মুজিবুর রহমান কীভাবে পেয়েছিলেন?
রেডিও শুনে
প্রহরীদের সহায়তায়
সিপাহিদের মাধ্যমে
বন্দিদের কাছ থেকে
123. 'বায়ান্নর দিনগুলো' অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন?
দুইজন
তিনজন
চারজন
পাঁচজন
124. 'অসমাপ্ত আত্মজীবনী'র প্রচ্ছদ এঁকেছেন কোন শিল্পী?
সমর মজুমদার
কাইয়ুম চৌধুরী
শাহাবুদ্দীন আহমেদ
ধ্রুব এষ
125. . জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?
মিল্লাত
ইত্তেহাদ
দৈনিক আজাদ
ইত্তেফাক
126. বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থে উল্লেখ করা হয়েছে?
ইত্তেফাক
মিল্লাত
মর্নিং সান
আজাদ
127. শেখ মুজিবুর রহমান লিখিত 'অসমাপ্ত আত্মজীবনী'- গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
শেখ হাসিনা
আনিসুজ্জামান
ড. মুনতাসির মামুন
বঙ্গবন্ধু স্বয়ং
128. আমরা অনশন ভাঙব না' কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে?
বায়ান্নর দিনগুলো
চাষার দুক্ষু
একুশে ফেব্রুয়ারি
আমার পথ
129. ১৯৪৬ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান ফরিদপুরের কোন দায়িত্বে ছিলেন?
কমিশনার
ওয়ার্কার ইনচার্জ
পোলিং এজেন্ট
প্রিজাইডিং অফিসার
130. 'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।' - এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে
শেখ নাসেরকে
শেখ কামালকে
শেখ হাসিনাকে
শেখ রেহেনাকে
131. 'অসমাপ্ত আত্মজীবনী'তে উল্লিখিত আন্দামান বলতে কি বুঝায়
পাকিস্তান আমলের সরকারি অফিস
ইংরেজ আমলের জেলখানা
একটি সাগরের না
একটি জেলার নাম
132. অসমাপ্ত আত্মজীবনী ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো-
চিরঞ্জীব মুজিব
টুঙ্গিপাড়ার মিঞাভাই
মুজিব আমার পিতা
মুজিব মানে মুক্তি
133. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
প্রফেসর শামসুল হুদা
প্রফেসর সালাহউদ্দীন আহমদ
প্রফেসর সালাহউদ্দীন আহমদ
প্রফেসর এম এন সিদ্দীক
134. 'মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।' বাক্যটি যে রচনার অন্তর্গত- (
বায়ান্নর দিনগুলো
আহব্বান
রেইনকোট
মাসি-পিসি
135. বায়ান্নর দিনগুলো' কার লেখা?
আবুল মনসুর আহমদ
কাজী আবদুল ওদুদ
মোতাহের হোসেন চৌধুরী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
136. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
আবদুর রশিদ তর্কবাগীশ
খান সাহেব ওসমান আলী
মওলানা ভাসানী
মহিউদ্দিন আহমদ
137. অসমাপ্ত আত্মজীবনী এর ইংরেজি অনুবাদ কোনটি?
Unfinished Biography
Imcomplete Biography
The Unfinished Memoirs
None of above
138. বায়ান্নর দিনগুলো' কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে
একাত্তরের দিনগুলি
হাঙ্গর নদীর গ্রেনেড
আরেক ফাল্গুন
অসমাপ্ত আত্মজীবনী
139. 'অসমাপ্ত আত্মজীবনী'র বর্ণনানুসারে বঙ্গবন্ধু ঢাকা জেলে কি কাজ করতেন?
সূতা কাটার কাজ
মালির কাজ
কম্বল তৈরির কাজ
রান্নার কাজ
140. মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।'যে রচনার উদ্ধৃ
রেইনকোট
নেকলেস
বায়ান্নর দিনগুলো
অপরিচিতা