Image
MCQ
201. 10cm thick partition wall-এর জন্য ইটের কোন bond ব্যবহার করা উচিত?
Stretcher Bond
English bond
Flemish bond
Header bond
202. আবাসিক বিল্ডিং-এর Damp proof course (DPC) সাধারণত কোথায় দেয়া হয়?
Plinth level
Ground level
Ceiling
Water table level-এ
203. Aggregate-কে Flaky কখন বলে?
দৈর্ঘ্য = গড় size
দৈর্ঘ্য = 2 × গড় size
দৈর্ঘ্য = 3 x গড় size
দৈর্ঘ্য = 4 × গড় size
204. খাদের উভয় পার্শ্বে কোদাল দিয়ে জমিতে যে দাগ দেয়া হয়, তাকে কী বলে?
প্ল্যান স্থাপন
দাগমারি
বাস্তুসংস্থাপন
বিভাজন
205. Critical Path-
সবসময় দীর্ঘ হবে
সবসময় ছোট হবে
কখনও কখনও দীর্ঘ হতে পারে
কখনও কখনও ছোট হতে পারে
206. Concrete-এর Workability কার উপর নির্ভর করে?
Aggregate-cement ratio
Water-Cement rat
Aggregate grading
উপরোক্ত সব
207. Slump test দ্বারা Concrete-এর কোন property যাচাই করা হয়?
W/C ratio
Durability
Strength
Workability
208. সিমেন্টের কম্প্রেসিভ শক্তিমত্তা পরীক্ষায় ব্যবহৃত কিউবের সাইজ হয়-
৫০ মিমি
৭০.৬ মিমি
১০০ মিমি
১৫০ মিমি
209. নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়-
পাইল
ওয়েল
কেইসন
কফার ড্যাম
210. Sheet pile কী দিয়ে তৈরি?
কাঠ
কংক্রিট
স্টিল
সবগুলো
211. Aggregate-এর Bulk density কার উপর নির্ভর করে?
Shape
Grading
Compaction
উপরোক্ত সব
212. 15 গ্রেড concrete-এর mix ratio-
১:২:৪
১:১:৫:৩
১:৩:৬
১:১:২
213. নিচের কোনটি Coarse aggregate-এর Test?
ACV
LAA
AIV
All of them
214. ব্রিক ফুটিং-এ অফসেটের চওড়া ইটের-
দৈর্ঘ্যের ১/৪
প্রন্থের ১/৪
দৈর্ঘ্যের ১/২
প্রন্থের ১/২
কোনোটিই নয়
215. ইটের কোন ধরনের গাঁথুনি সর্বোচ্চ লোড নিতে পারে?
সিঙ্গেল ফ্লেমিশ বন্ড
ডাবল ফ্লেমিশ বন্ড
ইংলিশ বন্ড
জিগজ্যাগ বন্ড
216. RCC footing-এর নিচে ন্যূনতম ক্লিয়ার কভার রাখতে হয়-
4cm
5cm
6cm
7.5cm
217. কোনো প্রজেক্টের এক নজরে ধারণা নেয়ার জন্য যে প্ল্যান করা হয়, তাকে কী বলে?
ইনডেক্স প্ল্যান
সাইট প্ল্যান
লে-আউট প্ল্যান
ডিভাইজড প্ল্যান
218. ইটের গাঁথুনির কাজে দুটি ইটের মাঝের জয়েন্টের দূরত্ব দেয়া হয়-
৬ মিমি
১২ মিমি
২৩ মিমি
২৫ মিমি
কোনোটিই নয়
219. Workability কীভাবে বাড়ানো যায়?
Fly ash যোগ করে
Hydrated lime যোগ করে
CaCl₂ যোগ করে
উপরোক্ত সবভাবেই
220. অত্যধিক তাপমাত্রায় Concrete strength কীভাবে প্রভাবিত হয়?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
Concrete composition অনুযায়ী একেক রকম হবে