MCQ
201. অত্যধিক তাপমাত্রায় Concrete strength কীভাবে প্রভাবিত হয়?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
Concrete composition অনুযায়ী একেক রকম হবে
ব্যাখ্যা: কংক্রিটের তাপমাত্রা যদি ১০০৭ বা ৩৮৭ এর বেশি হয় তবে এটির শক্তি কমে যায়। উচ্চ তাপে হাইড্রেশন ও ঘনীভূত তাড়াতাড়ি হয় ফলে শক্তি কমে যায়। অত্যধিক তাপে সংকোচন বৃদ্ধির আশঙ্কা এত বেশি যে কংক্রিট ফেটেও যেতে পারে।
202. ব্রিক ফুটিং-এ অফসেটের চওড়া ইটের-
দৈর্ঘ্যের ১/৪
প্রন্থের ১/৪
দৈর্ঘ্যের ১/২
প্রন্থের ১/২
কোনোটিই নয়
203. Aggregate-কে Flaky কখন বলে?
দৈর্ঘ্য = গড় size
দৈর্ঘ্য = 2 × গড় size
দৈর্ঘ্য = 3 x গড় size
দৈর্ঘ্য = 4 × গড় size
ব্যাখ্যা: অ্যাগ্রিগেটের মধ্যে দীর্ঘায়িত এবং ফ্লাকিং কণাগুলো শতকরা ১০ থেকে ১৫ ভাগের বেশি হওয়া উচিত হয়। যদি এর মধ্যে মোট দৈর্ঘ্যের সমান 3 গুণ গড় সাইজ হয় তবে তাকে ফ্লাকিং বলে।
204. RCC footing-এর নিচে ন্যূনতম ক্লিয়ার কভার রাখতে হয়-
4cm
5cm
6cm
7.5cm
ব্যাখ্যা: মাটির সংস্পর্শে সকল কাঠামোর কভারিং 7.5cm রাখতে হবে
205. 15 গ্রেড concrete-এর mix ratio-
১:২:৪
১:১:৫:৩
১:৩:৬
১:১:২
ব্যাখ্যা: Mis গ্রেড কংক্রিটের mix ratio ১: ২:৪। অর্থাৎ, Mis গ্রেড কংক্রিট ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ কংক্রিটের মিশ্রণে তৈরি করা হয়।
206. Workability কীভাবে বাড়ানো যায়?
Fly ash যোগ করে
Hydrated lime যোগ করে
CaCl₂ যোগ করে
উপরোক্ত সবভাবেই
ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণ হতে ঢালাই পর্যন্ত Handling এবং পানি সিমেন্টের উপাদানের কোন পরিবর্তন না হওয়াকে Workability বলে।
207. Sheet pile কী দিয়ে তৈরি?
কাঠ
কংক্রিট
স্টিল
সবগুলো
ব্যাখ্যা: শিট পাইল তৈরিতে কাঠ, রিইনফোর্সমেন্ট কংক্রিট, স্টিল ইত্যাদি ব্যবহৃত হয়। তবে শিট পাইল স্টিল দিয়েই বেশি তৈরি হয়।
208. ইটের গাঁথুনির কাজে দুটি ইটের মাঝের জয়েন্টের দূরত্ব দেয়া হয়-
৬ মিমি
১২ মিমি
২৩ মিমি
২৫ মিমি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ইটের গাঁথুনির কাজে দুই ইটের মধ্যে যাতে মসলা ভালোভাবে প্রবেশ করানো যায় এবং দুই ইটের মধ্যে যাতে বন্ধনশক্তি বেশি হয় সে কারণে 12mm ফাঁকা রাখতে হয়। এর কম বা বেশি হলে বন্ধন দুর্বল হয়।
209. 10cm thick partition wall-এর জন্য ইটের কোন bond ব্যবহার করা উচিত?
Stretcher Bond
English bond
Flemish bond
Header bond
ব্যাখ্যা: 10" ওয়ালের জন্য Stretcher bond ব্যবহৃত হয়
210. Critical Path-
সবসময় দীর্ঘ হবে
সবসময় ছোট হবে
কখনও কখনও দীর্ঘ হতে পারে
কখনও কখনও ছোট হতে পারে
ব্যাখ্যা: Critical path method হলো এক ধরনের নেটওয়ার্ক টেকনিক, যা প্রকল্পের বিভিন্ন কাজগুলো বিশ্লেষণপূর্বক এক একটি গ্রুপে বিভক্ত করা হয়। এজন্য Critical path- সবকিছু সবসময় দীর্ঘ হয়।
211. কোনো প্রজেক্টের এক নজরে ধারণা নেয়ার জন্য যে প্ল্যান করা হয়, তাকে কী বলে?
ইনডেক্স প্ল্যান
সাইট প্ল্যান
লে-আউট প্ল্যান
ডিভাইজড প্ল্যান
ব্যাখ্যা: একটি প্রজেক্টের মাঠ পর্যায়ের পূর্ণ ধারণা পাওয়ার জন্য সাইট প্ল্যান করা হয়ে থাকে।
212. Aggregate-এর Bulk density কার উপর নির্ভর করে?
Shape
Grading
Compaction
উপরোক্ত সব
ব্যাখ্যা: Aggregate-এর bulk density-এর মানের উপর Aggregate-এর ঘনত্বের পরিমাণ জানা যায়। Bulk density-এর মান যত বেশি হবে Aggregate-এর ঘনত্ব তত বেশি হবে। এটি কংক্রিটের আকার, বিন্যাস এবং কম্প্যাকশনের উপর নির্ভর করে।
213. সিমেন্টের কম্প্রেসিভ শক্তিমত্তা পরীক্ষায় ব্যবহৃত কিউবের সাইজ হয়-
৫০ মিমি
৭০.৬ মিমি
১০০ মিমি
১৫০ মিমি
ব্যাখ্যা: Cube size-70.6mm x 70.6mm x 70.6mm.
214. নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়-
পাইল
ওয়েল
কেইসন
কফার ড্যাম
ব্যাখ্যা: কফার ড্যাম হলো এক ধরনের অস্থায়ী বেষ্টনী, যা নদী, হ্রদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাধা দান করে। নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ এলাকায় কফার ড্যাম স্থাপন করে পানি নিষ্কাশন করা যায়।
215. আবাসিক বিল্ডিং-এর Damp proof course (DPC) সাধারণত কোথায় দেয়া হয়?
Plinth level
Ground level
Ceiling
Water table level-এ
ব্যাখ্যা: (DPC) Damp Proof Course. DPC বলতে বুঝায় আর্দ্রতা প্রতিরোধক স্তর। দেয়ালের বাইরে থেকে যেন আর্দ্রতা ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য DPC প্রদান করা হয়। DPC সাধারণ ভবনের প্রিন্থ লেভেলে প্রদান করা হয় যাতে আর্দ্রতা দেয়ালের গা বেয়ে উপরের দিকে উঠতে না পারে।
216. ইটের কোন ধরনের গাঁথুনি সর্বোচ্চ লোড নিতে পারে?
সিঙ্গেল ফ্লেমিশ বন্ড
ডাবল ফ্লেমিশ বন্ড
ইংলিশ বন্ড
জিগজ্যাগ বন্ড
ব্যাখ্যা: ইটের গাঁথুনিতে ইংলিশ বন্ড সর্বোচ্চ লোড নিতে পারে। ইংলিশ বন্ডের ক্ষেত্রে একস্তর স্ট্রেচার এবং অপর স্তর হেডার গাঁথুনি হবে। কোনো কোর্সে বা স্তরে হেডার ও স্ট্রেচার পাশাপাশি বসে না। এজন্য সর্বোচ্চ লোড নিতে পারে।
217. Slump test দ্বারা Concrete-এর কোন property যাচাই করা হয়?
W/C ratio
Durability
Strength
Workability
ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণ এমন নরম হওয়া উচিত, যাতে একে সহজে নাড়াচাড়া ও ফর্মের মধ্যে ঢালাই করা যায়। কংক্রিট মিশ্রণের এই গুণকে বলে কার্যোপযোগিতা। আর কংক্রিটের এই কার্যোপযোগিতা (Workability) slump test-এর মাধ্যমে যাচাই করা হয়।
218. Concrete-এর Workability কার উপর নির্ভর করে?
Aggregate-cement ratio
Water-Cement rat
Aggregate grading
উপরোক্ত সব
ব্যাখ্যা: Concrete-এর Workability নিম্নের বিষয়গুলোর উপর নির্ভরশীল-
(i) মিশ্রণে পানির পরিমাণ
(ii) পানি সিমেন্টের অনুপাত
(iii) অ্যাগ্রিগেট সিমেন্টের অনুপাত (iv) সঠিক গ্রেডিং
(v) সিমেন্টের পরিমাণ বৃদ্ধি করে।
219. খাদের উভয় পার্শ্বে কোদাল দিয়ে জমিতে যে দাগ দেয়া হয়, তাকে কী বলে?
প্ল্যান স্থাপন
দাগমারি
বাস্তুসংস্থাপন
বিভাজন
220. নিচের কোনটি Coarse aggregate-এর Test?
ACV
LAA
AIV
All of them
ব্যাখ্যা: ACV Aggregate Crushing Value LAA Los Angeles Abrasion AIV Aggregate Impact Value.