Image
MCQ
221. প্রিস্ট্রেসিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, স্ট্রেসের কমতি হওয়ার কারণ হতে পারে-
কংক্রিট Shrinkage-এর কারণে
কংক্রিট elastic shortening-এর কারণে
কংক্রিট Creep-এর কারণে
সবগুলো
222. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট-পানির অনুপাত
খোয়ার গ্রেডিং-এর উপর
সবগুলো
223. Ready mix concrete-এ slump বেশি রাখা হয়-
Strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Concrete pump করে ব্যবহার করার জন্য
Concrete-এর জমাটবাঁধা রোধ করার জন্য
224. পরিবহনের সময় Coarse aggregate যদি Mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
Segregation
Blending
Creeping
Shrinkage
226. কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করার পরীক্ষার নাম-
Ductility test
Water absorption test
Slump test
Water permeability test
227. Slump test-এর জন্য bullnosed-এর যে রড ব্যবহার করা হয় তার ডায়া-
৩/৪"
১/২"
৫/৮"
৭/৮"
228. Concrete casting-এর পর moist রাখার প্রক্রিয়াকে কী বলে?
Compacting
Finishing
Placing
Curing
229. Fine aggregate-এর সর্বনিম্ন particle size কত?
0.75mm
0.0075mm
0.075mm
1mm
230. কংক্রিটে aggregate-এর ভূমিকা কী?
Binding Material
Filler
Catalyst
কোনোটিই নয়
231. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব-এর ডাইমেনশন কত?
2cm x 2cm x 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"
232. চারটি Aggregate নমুনা A, B, C, D এর Los Angeles Abrasion Value যথাক্রমে 18%, 25%, 23% এবং 16%; কোন নমুনাটি সবচেয়ে শক্ত (Hard)?
A
B
C
D
233. Concrete placing এবং compaction-এর সময় পানি উপরিভাগে উঠে আসলে তাকে কী বলে?
Segregation
Bleeding
Bulking
Creep
234. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
Segregation
Bulking
Bleeding
Creeping
235. RCC বিম বা স্ল্যাবের জন্য সর্বোচ্চ Slump কত গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
236. Water content test করা হয়-
সিমেন্টের
বিটুমিনের
বালির
কোনোটিই নয়
237. কংক্রিটে Shrinkage strain-এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
238. RCC ঢালাইয়ে ব্যবহৃত Coarse aggregate-এর size সাধারণত কত?
10mm down grade
16mm down grade
20mm down grade
25mm down grade
239. Concrete-এর কোন উপাদান রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না?
Cement
Water
Aggregate
কোনোটিই নয়
240. কোন ধরনের অ্যাগ্রিগেট উচ্চশক্তি
কোণাকৃতি
গোলাকার
অসম আকৃতি
ফ্লাকি (পাতবিশিষ্ট)