Image
MCQ
281. ভারবহন ক্ষমতা বেশি-
বেলে মাটিতে
কাদা মাটিতে
এঁটেল মাটিতে
দোআঁশ মাটিতে
282. 4m গভীরতা পর্যন্ত পরিখা খনন করতে যে পদ্ধতিতে টিম্বারিং করা হয়-
বক্স শিটিং
স্টে ব্রেসিং
রানার
ভার্টিক্যাল শিটিং'
283. কোনো দালানের ভূনিম্নস্থ তলকে বলে-
সাবস্ট্রাকচার
সুপারস্ট্রাকচার
বেইজমেন্ট ফ্লোর
আন্ডার গ্রাউন্ড ফ্লোর
284. মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় পদ্ধতি-
2
3
4
5
285. স্টে ব্রেসিং-এ পোলিং বোর্ড স্থাপন করা হয়-
1.5-4m পর পর
2-4m, পর পর
3-4m পর পর
4-5m পর পর
286. 10m গভীরতা পর্যন্ত গর্ত খনন করতে টিম্বারিং পদ্ধতি-
বক্স শিটিং
শিট পাইলিং
ভার্টিক্যাল শিটিং
রানার
287. কুপিং বলতে বুঝায়-
গ্রাউটিং করার পদ্ধতি
ভিত্তির গভীরতা বৃদ্ধি করার পদ্ধতি
মাটির কম্প্যাকশন করার পদ্ধতি
মাটি সীমাবদ্ধ করার পদ্ধতি
288. মাটি তদন্তের প্রধান উদ্দেশ্য-
ভিত্তির গভীরতা নির্ধারণ
ভূমিম্নস্থ পানির অবস্থা জানা
মাটির ঘনত্ব নির্ধারণ
ভারবহন ক্ষমতা জানা
289. ভিত্তি সংস্থাপনে সমকোণ মাপা হয়-
3,4 ও 5 একক দৈর্ঘ্য পদ্ধতি দ্বারা
থিওডোলাইট দিয়ে
রাজমিস্ত্রির মাটামের সাহায্যে
উপরের সব কয়টি
290. যে বৃহদাকার গর্তে মানুষ প্রবেশ করে মাটির স্তর পর্যবেক্ষণ করতে পারে-
বোরিং
অ্যাগার বোরিং
কোর ড্রিলিং
ওপেন ট্রায়াল পিট
291. মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে-
ভিত্তির চওড়ার ওপর
লোড প্রয়োগের ওপর
মাটির প্রকারভেদের ওপর
কাঠামোর গাঁথুনির ওপর
292. পাথর বা শক্ত স্তরের অধিকৃত নমুনা সংগ্রহ করার পদ্ধতি-
টেস্ট সিলিন্ডার
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
পারকুশন বোরিং
293. সাইট এক্সপ্লোরেশনের উদ্দেশ্য নয়-
ডিগ্রি অব কম্প্যাকশন
বসনের পূর্বাভাস
আন্ডার গ্রাউন্ড ওয়াটার লেভেল
লোকেশন অব স্ট্রাকচার
294. নিরাপদ সহগ-
কার্যকরী ভারবহন ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
সর্বোচ্চ ভারবাহী ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
গ্রহণযোগ্য ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
কোনোটিই নয়
295. সাধারণ ইমারত নির্মাণে মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
গর্ত পরীক্ষা
অ্যাগার বোরিং
শলাকা পদ্ধতি
ওয়াশ বোরিং
296. পাঁচতলা দালানের তৃতীয়তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লোডের কমতির হার-
10%
20%
30%
40%
297. ব্রিজ Abutment-এর উভয় প্রান্তের মাটি ধরে রাখার জন্য যে Wall দেওয়া হয়, তাকে বলা হয়
Wing Wall
Breast Wall
Masonry Wall
Reinforced Concrete Wall
298. মাটির কণাকে জমাটবদ্ধ করতে ব্যবহৃত হয়-
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম ক্লোরাইড
পটাশিয়াম ক্লোরাইড
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
300. ভিত্তির খাদ কাটার আগে কাগজের উপর অঙ্কিত প্ল্যান- এর স্কেল-
1:50
1:100
1:500
1:150