MCQ
261. কোন ক্ষেত্রে যুক্ত ফুটিং ব্যবহার করা হয়?
কলামে বেশি লোডন্ড পড়লে
ফুটিং ওভারল্যাপ করলে
ট্রাপিজয়ডাল ফুটিং করার জন্য
ফুটিং যুক্ত করার জন্য
262. সিঁড়ির হাতলের উচ্চতা কত?
২'-৬"
8′-0"
৩'-০"
৩'-৬"
263. অগভীর ভিত্তি বা ফুটিংকে ভাগ করা যায়-
2
3
4
5
264. সিঁড়ির trade এবং riser-এর মাপ কত?
৮" riser ১০" trade
৬" riser ৮" trade
৫" riser ১৩" trade
৬" riser ১০" trade
265. নিচের কোনটি লোড বিয়ারিং ওয়াল হিসেবে বিবেচিত হয়?
৫ ইঞ্চি গাঁথুনি
৩ ইঞ্চি গাঁথুনি
১০ ইঞ্চি গাঁথুনি
কোনোটিই নয়
266. কংক্রিট দ্রুত বহন করতে ব্যবহার করা হয়
ক্রেন
ট্রাক
বেল্ট কনভেয়র
ট্রিপার
267. কোনটি স্প্রেড ফুটিং নয়?
অফসেট ফুটিং
ওয়াল ফুটিং
আরসিসি ফুটিং
র্যাফট ফুটিং
268. রেকিং শোরে ব্যবহৃত স্থাপন করা হয়? রেকারগুলোকে কত ডিগ্রি কোণে স্থাপন করা হয়?
30°-45°
30°-60°
40°-75°
45°-75°
269. একটি Office building-এ প্রবেশের পর কী দেখতে চান?
লবি
লিফ্ট
লাউঞ্জ
রিসিপশন
270. কক্ষের গোপনীয়তা রক্ষা করে আলো-বাতাস নিয়ন্ত্রণ করা যায় কোনটি দিয়ে?
লুভার্ড ডোর
কলাপসিবল ডোর
রিভোলভিং
স্লাইডিং
271. ডেড শোরে ব্যবহৃত ওয়াল প্লেটের চওড়া-
10-25cm
15-20cm
20-25cm
25-30cm
272. Pedestrian-দের জন্য ভবনের র্যাম্পের অনুপাত BNBC অনুযায়ী কত হবে?
১:৬
১:৮
১:১০
১:১২
273. ভাইব্রেটর কোনটি?
টিলটিং মিক্সচার মেশিন
হ্যান্ড কম্পাকশন
সারফেস টেবিল
ভাইব্রেটর টেবিল
274. কংক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট (Water-cement) অনুপাত বেশি হলে কী ঘটবে?
দ্রুত জমাট বাঁধবে
শক্তি (Strength) কম হবে
স্থায়িত্ব (Durability) বাড়বে
শক্তি (Strength) বেশি হবে
275. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
276. পাইলের দৈর্ঘ্য 10-15m হলে এর ব্যাস-
35cm
30cm
40cm
45cm
277. সাধারণ Apartment floor-এর উচ্চতা কত?
১২'
১১'
১০'
৮'-৬"
278. পড়ার টেবিলের উচ্চতা কত?
৩'-৬"
৩'-০"
২'-৬"
8'-0"
279. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে
গোলাকার
বর্গাকার
কোনিকাল
চতুর্ভুজ
280. স্ট্রাইপ ফুটিং ব্যবহার করা হয়-
পায়ারে
কলামে
দেয়ালে
দেয়াল ও কলাম উভয়ে