Image
MCQ
321. হাউজ ড্রেনেজে ব্যবহৃত সয়েল পাইপের ব্যাস-
10cm
5cm
7.5cm
4cm
322. ট্রাপে সিলের গভীরতা-
1-2cm
2.5-7.5cm
1.5-2.5cm
5-10cm
323. গোসলখানায় কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত হয়-
সিঙ্ক
বাথটাব
লন্ড্রি ট্রে
শাওয়ার বাথ
324. বিল্ডিং ড্রেনেজ-এর উদ্দেশ্য-
দূষিত পানি সহজে ও দ্রুত নিষ্কাশন
সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হওয়া বন্ধ করা
পয়ঃমলকে দ্রুত অপসারণের সুযোগ প্রদান
দূষিত পদার্থ সংগ্রহ ও অপসারণ (সব কয়টি)
325. বসতবাড়ির জন্য প্রতিজনে ব্যবহৃত পানির পরিমাণ ধরা হয় প্রতিদিন-
100 litre
95 litre
135 litre
75 litre
326. পানি সরবরাহের প্রধান পাইপকে রাস্তার কত নিচে স্থাপন করতে হয়?
50cm
120cm
90cm
150cm
327. পরিবর্তনশীল হেডে সুষম হারে পানি উত্তোলন করা যায় কোনটি দ্বারা?
ডায়াফ্রাম
সেন্ট্রিফিউগাল
রেসিপ্রোকেটিং পাম্প
সব কয়টি
328. নির্মাণকাজের দুর্ঘটনাগুলো কত প্রকার?
2
3
4
5
329. সাউন্ড ইনসুলেশনের প্রয়োজন হয়-
সভাকক্ষে
শয়নকক্ষে
ড্রয়িং রুমে
অফিস কক্ষে
330. অ্যালুমিনিয়াম শিট দ্বারা ইনসুলেশন দেওয়াকে বলে-
ব্লক ইনসুলেশন
লুকফিল ইনসুলেশন।
ব্ল‍্যাংকেট ইনসুলেশন
কোনোটিই নয়
331. চুনকামের জন্য ব্যবহৃত চুন যে সময় পর্যন্ত ফুটানো উচিত-
6 hour
24 hour
12 hour
48 hour
332. শব্দ শোষণের প্রধান মাধ্যম হলো-
দেয়াল
বাতাস
সভাকক্ষে
ড্রয়িং রুমে
333. রুমের মেঝের ক্ষেত্রফলের কত অংশ জানালার ফোকরের জন্য রাখা উচিত?
5%
20%
15%
10%
334. একটি উত্তম রুমের দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত হওয়া উচিত-
1-1.2
1.5-1.8
1.2-1.5
1.8-2
335. পানি সরবরাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়-
গেট ভালঙ্
প্লাগ
ক্রস
নিপল
336. পৌরসভার আওতাধীন এলাকার কত মিটারের কম চওড়া রাস্তার পাড়ে কোন ইমারত নির্মাণ অনুমোদিত নয়?
2m
2.5m
3m
3.5m
337. ভার্নিশে সচরাচর যে দ্রাবক ব্যবহার করা হয়-
তার্পিন
স্পিরিট
তিসির তৈল
পানি
338. বিল্ডিং সার্ভিস বলতে বুঝায়-
পানি সরবরাহ
স্যানিটারি ফিটিং
ড্রেনেজ
সব কয়টি
339. আদর্শ দালানের রান্নাঘরের প্রস্থ কমপক্ষে হওয়া উচিত?
4.5m
6.5m
5.5m
7.5m
340. জমাটবদ্ধ মাটির ক্ষেত্রে ডিওয়াটারিং পদ্ধতি হলো-
ডিপ ওয়েল সাম্প
ওয়েল পয়েন্ট
ডিপ ওয়েল ড্রেনেজ
সাম্প নির্মাণ