MCQ
541. গুদামঘর, ওয়ার্কশপ, গ্যারেজ, পাবলিক বিল্ডিং ইত্যাদির নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়-
লুভার্ড ডোর
রিভোলভিং
কলাপসিবল ডোর
স্লাইডিং ডোর
542. থার্মাল ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কোন গুণটি অবশ্যই থাকা উচিত
অগ্নিরোধক
শব্দ প্রতিরোধক
তাপ প্রতিরোধক
আর্দ্রতা প্রতিরোধক
543. মৃসণ, দেখতে সুন্দর ও সহজে পরিষ্কার করা যায়-
কর্য ফ্লোরিং
পিভিসি
গ্লাস ফ্লোরিং
অ্যাসিড প্রুফ
544. নিরেট দেয়ালের তুলনায় ফাঁপা দেয়ালের তাপ নিরোধক ক্ষমতা বেশি-
20%
35%
25%
30%
545. রং করার উপযোগী কাঠ কত এর কম আর্দ্রতাযুক্ত হওয়া উচিত?
10%
25%
20%
15%
546. কোনটি ফ্লেক্সিবল ডিপিসি নয়?
সিসার শিট
হট বিটুমিন
বিটুমিনাস শিট
জিআই শিট
547. রঙের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়-
তার্পিন
রঞ্জক
তিসির তৈল
রেডলেড
548. নির্মাণকাজের সময় নিরাপদ নয় এরূপ কাঠামোকে বা পার্শ্ববর্তী মাটি রক্ষার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে বলে-
underpnning
scaffolding
shoring
jacking
549. প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো-
মালামাল সংগ্রহ করা
জনশক্তি সংগ্রহ কর
অর্থের সংস্থান করা
কাজের পরিমাপ ও প্রকৃতি নির্ধারণ করা
550. প্লানিং এবং শিডিউল-এর সীমাবদ্ধতাকে দূরীকরণে ব্যবহৃত হয়-
বার চার্ট মাইল
ফ্লোচার্ট
CPM নেটওয়ার্ক
স্টোন চার্ট
551. রঙের কাজ পাতলা করার উপাদান-
তার্পিন
কপার সালফেট
হোয়াইট লেড
তেল আম্বার
552. প্লাস ফ্লোরিং-এ ব্যবহৃত গ্লাসের পুরুত্ব-
12-30mm
25-40mm
5-15mm
5-10mm
553. Slump test-এ Concrete-এর প্রতিটি স্ত রকে কীভাবে Compact করা হয়?
5/8" dia রড দিয়ে ২০ বার
5/4" dia রড দিয়ে ২০ বার
5/8" dia রড দিয়ে ২৫ বার
5/8" dia রড দিয়ে ৩২ বার
554. গৃহস্থালি কাজে প্রতিজনে প্রতিদিন পানির পরিমাপ
30 litre
45 litre
35 litre
40 litre
555. Concrete ধারণ (sustain) করতে পারে-
Tension
Compression
Shear
Torque
556. দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
557. ঢালাইয়ের পর column-এর খাড়া side-এর formwork কত দিন পর খোলা যায়?
১ থেকে ২ দিন
২৮ দিন
১৪ দিন
৭ দিন
558. সচরাচর কংক্রিট স্থানান্তর পদ্ধতি হলো-
স্টিল প্যান
হুইল বার
ক্যাবল ওয়ে
স্কিপ
559. ফ্লোর সরাসরি মাটির উপর না হলে এর লেভেল থেকে কিছুটা উপরে হলে তা
আপার ফ্লোর
সাসপেন্ডেড ফ্লোর
সলিড গ্রাউন্ড ফ্লোর
কোনোটিই নয়
560. রুমের আয়তনের প্রতি 30-40m' এর জন্য কত বর্গমিটার হিসেবে জানালার ক্ষেত্রফলের জন্য রাখা উচিত?
3m²
4m²
2m²
1m²