MCQ
581. নির্মাণকাজ কত উচ্চতার বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়?
4m
1.5m
2m
2.5m
582. রাজউকের নিয়ম অনুসারে ৩ কাঠার প্লটের কত অংশে ইমারত নির্মাণ করা যায়?
50%
55.5%
62.5%
65%
583. ভরাট মাটির ক্ষেত্রে উপযোগী-
কম্পোজিট পাইল
আরসিসি পাইল
কাঠের পাইল
শিট পাইল
584. আরসিসি বিম বা স্লাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
585. একটি ইটের সঙ্গে অপর একটি ইটের জোড়াকে বলে-
বেভ জয়েন্ট
সম জয়েন্ট
বন্ড
586. অ্যাবাটমেন্ট (Abutment) কী?
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপারস্ট্রাকচার
587. বিম কলামের উপর প্লাস্টারের অনুপাত কত?
১:৩
১:৪
১:৬
১:৭
কোনোটিই নয়
588. কংক্রিটের Compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১০ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ২০ সেমি
১৫ সেমি, ৩০ সেমি
589. টির ভারবহন ক্ষমতা বৃদ্ধির নিমিত্তে, মাটির ছিদ্রপথে কত চাপে সিমেন্ট গ্রাউটকে প্রবেশ করানো হয়?
140 kg/cm²
160 kg/cm²
170 kg/cm²
180 kg/cm²
590. ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অ্যাডমিক্সার হিসেবে ব্যবহৃত হয়-
CaCl2
MgCl2
NaCl
FeCl3
591. কোন পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে?
অ্যাংকর পাইল
ফেন্ডার পাইল
শিট পাইল
ব্যাটার পাইল
592. ক্লোজার সাধারণত কত প্রকার হয়ে থাকে?
২
৩
৪
৫
কোনোটিই নয়
593. ট্রেড এবং রাইজারের পরিমাণ-
ট্রেড + 2 × রাইজ = 60cm
ট্রেড × রাইজ = 400cm²
ট্রেড + রাইজ = 40cm
উপরের সব কয়টি
594. বাংলাদেশ বিল্ডিং ACI 2008 অনুসারে High-rise building-এর উচ্চতা সর্বনিম্ন কত?
30m
33m
37.5m
45m
595. রাজউক-এর নিয়ম অনুসারে প্রাইভেট কার এর জন্য পার্কিং Area কত?
2.4 x 4.6m²
2.2 x 4.3m²
5 x 2.5m²
2.8 x 4.2m²
596. ইটের গাঁথুনি শেষ হওয়ার কত দিন পরে প্লাস্টার করা উচিত?
18
20
24
28
597. টেরাজো ফ্লোরিং-এ মেঝের কত ভাগ জায়গাতে মার্বেল দানা দেখা যাওয়া উচিত?
60%
70%
80%
50%
598. অগভীর ভিত্তির জন্য কোন পদ্ধতিতে মাটি তদন্ত করা হয়?
ওপেন টেস্ট পিট
প্রবিং
কোর ড্রিলিং
ওয়াশ বোরিং
599. RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত-
1:2:3
1:16:3
1:2:4
1:3:6
600. Los Angeles Abrasion Test-এর জন্য কত গ্রাম sample নিতে হয়?
৩০০০ গ্রাম
৪০০০ গ্রাম
৫০০০ গ্রাম
৬০০০ গ্রাম