MCQ
1. নিচের কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S rod এর tensile test করা হয়?
Ductility
Plasticity
Resilience
Elasticity
Job Preparation
Civil Department
Civil MCQ
থিউরি অব স্ট্রাকচার
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় -2004
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ductility =
Maximum elongation of gauge length Original gauge length
যা টেনসাইল টেস্টে percentage of elongation এর মাধ্যমে প্রকাশকরা হয়। সঠিক উত্তর: (a)
2. বস্তুর দৈর্ঘ্যর পরিবর্তনের হেতু Strain কে বলা হয়-
Linear strain
Lateral strain
Shear strain
Volumetric strain
Job Preparation
Civil Engineering
Civil MCQ
স্ট্রাকচারাল মেকানিক্স
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় -2004
ব্যাখ্যা: ব্যাখ্যা: দৈর্ঘ্য বিকৃতিকে বলে Linear strain পার্শ্ব বিকৃতিকে বলে
Lateral strain আয়তন বিকৃতিকে বলে Volumetric strain
এবং শিয়ার বিকৃতিকে বলে Shear strain।
সঠিক উত্তর: (ক)
3. what is the inital setting time of Ordinary portland cement (সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কত-)
1 hour
15 minutes
30 minutes
30 hour
Job Preparation
Civil Engineering
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় -2004
ব্যাখ্যা: তথ্য: As per IS code 4031-part 5, সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় কমপক্ষে ৩০ মি.। এরপর সিমেন্ট তার
কার্যোপোযোগিতা ও প্লাস্টিসিটি হরিয়ে এবং সেট ঘটে।