Image
MCQ
362. একটি ট্রান্সমিশন লাইনের এসি রেজিস্ট্যান্সের চেয়ে ডিসি রেজিস্ট্যান্স-
সমান
কম
বেশি
দ্বিগুণ
363. কম খরচে ডিসিকে এসি অথবা এসিকে ডিসিতে রূপান্তর করা যায় কীভাবে?
"থাইরিস্টর কনভার্টার" দ্বারা
ট্রান্সজিস্টর
ডায়োড
রেজিস্টর
364. উচ্চ ভোল্টেজে বৈদ্যুতিক পাওয়ার সরবরাহ করার সুবিধা-
বেশি পাওয়ার ট্রান্সমিট করা যায়
ইনসুলেশন, ট্রান্সফরমার এবং সুইচ গিয়ারের খরচ কম পড়ে
কম তারের প্রয়োজন হয়
বেশি কারেন্ট প্রবাহিত হয়
365. একটি ডায়োডের সাংকেতিক চিত্রে দেখানো তীর চিহ্নটি কী নির্দেশ করে?
গ্রাউন্ড
ইলেক্ট্রন প্রবাহের দিক
অ্যানোড কারেন্ট প্রবাহের দিক
বিদ্যুৎ (current) প্রবাহের দিক
366. এসি এক ফেজ ব্যবস্থায় তারের আয়তন, ডিসি দুই তার ব্যবস্থায় তারের আয়তনের কত গুণ?
দুই গুণ
তিন গুণ
চার গুণ
পাঁচ গুণ
367. বাংলাদেশে মধ্যম ভোল্টেজের 'থ্রি-ফেজ' বিদ্যুৎ সরবরাহ করা হয়-
১১ কেভিতে
৩৩ কেভিতে
২৩০ কেভিতে
১৩২ কেভিতে
368. ডিসি তিন তার পদ্ধতিতে তামার আয়তন, ডিসি দুই তার পদ্ধতির তামার আয়তনের কত গুণ?
0.3125 গুণ
4 গুণ
0.5 গুণ
2গুণ
370. হাই-টেনশন ট্রান্সমিশনের প্রারম্ভেই ভোল্টেজকে বৃদ্ধি করার জন্য কোন ধরনের সংযোগ সাধারণত ব্যবহার করা হয়?
Δ/Δ
ΥΙΔ
YIY
Δ/Υ
371. রেললাইনের উপর দিয়ে ক্রসিং-এ ১৩২ কেভি লাইনের জন্য সাধারণত সর্বনিম্ন কত ফুট গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখতে হয়?
২০ ফুট
২৫ ফুট
৩০ ফুট
৩৫ ফুট
373. পরিবাহীতে উৎপন্ন তাপ কখন বেশি হয়?
কারেন্ট বেশি হলে
ভোল্টেজ
পাওয়ার বেশি হলে
কারেন্ট ডেনসিটি বেশি হলে
374. ফিডার লাইনে বুস্টারস ব্যবহার করা হয়-
পাওয়ার বাড়ানোর জন্য
ভোল্টেজ বাড়ানোর জন্য
পাওয়ার ফ্যাক্টরের মান বাড়ানোর জন্য
ডিসি তিন তার সিস্টেমে ভোল্টেজে সমতা আনয়নের জন্য
376. স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কত MW পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিলেন?
100
200
400
500
377. ব্যবহারকারীর লোডের পাওয়ার ফ্যাক্টর কম হলে-
সরবরাহকারীর ক্ষতি হয়
সরবরাহকারীর লাভ হয়
ব্যবহারকারীর ক্ষতি হয়
কারও কোনো লাভ-লোকসান হয় না
378. ট্রান্সমিশন লাইন একটি-
লিনিয়ার নেটওয়ার্ক
অ্যাকটিভ নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক
379. কোনো ট্রান্সমিশন লাইনের সরবরাহ প্রান্তের ভোল্টেজ ২৬,৩০০ ভোল্ট এবং গ্রাহক প্রান্তের ভোল্টেজ ৩০,০০০ ভোল্ট হলে, লাইনের % রেগুলেশন কত হবে?
১৪%
৯০.৯৯%
৯৯%
৯.০৯%
380. কয়টি নীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন ডিজাইন ক্রা হয়?
দুটি
তিনটি
একটি
চারটি