Image
থার্মোডায়নামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনস MCQ
141. কোন ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়?
স্টিম ইঞ্জিন
পেট্রোল ইঞ্জিন
ডিজেল ইঞ্জিন
রেলওয়ে ইঞ্জিন
142. চার স্টোক স্পার্ক ইগনিশন ইঞ্জিন আবিষ্কার করেন কে?
জেমস্ ওয়াট
মি. অটো
রুডলফ ডিজেল
ফ্রেন্সম্যান
143. ইগনিশন কয়েলে ওয়েন্ডিং থাকে কতটি?
একটি
দুইটি
তিনটি
কোনো ওয়েল্ডিং থাকে না
144. কুলিং সিস্টেমের কোন অংশটি ইঞ্জিনের রানিং ১৯৭ খ তাপমাত্রায় রাখতে সাহায্য করে?
পাম্প
রেডিয়েটর
থার্মোস্ট্যাট
আপার হুস
145. ক্র্যাঙ্কশ্যাফট দু'বার ঘূর্ণন করলে ক্যামশ্যাফটের আনুপাতিক ঘূর্ণন-
1:1
2:1
2:3
1:4
146. মিস্টার অটো কোন সালে চার স্ট্রোক স্পার্ক ইগনিশন ইঞ্জিন আবিষ্কার করেন?
১৮৭৬ সালে
১৭৮৬ সালে
১৮৬৭ সালে
১৬৮৭ সালে
147. গাড়িতে ডিস্ট্রিবিউটার শ্যাফ্ট চালানো হয় কীভাবে?
ক্যামশ্যাফট দিয়ে
ক্র্যাঙ্কশ্যাফট দিয়ে
ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে চেইন দিয়ে
ইলেকট্রিক মোটর দিয়ে
148. পেট্রোল ইঞ্জিনে Knock কমানো যায় কীভাবে?
বাতাস ও জ্বালানির অনুপাত পরিবর্তন করে
সংনমনের অনুপাত (Compression ratio) কমিয়ে
নির্গত (Exhaust) গ্যাসের তাপমাত্রা কমিয়ে
উপরের সবগুলোই সঠিক
149. Environment friendliness বিবেচনায় সর্বোত্তম জ্বালানি কোনটি?
কাঠ
মিথেন
কেরোসিন
হাইড্রোজেন
150. আইসি ইঞ্জিনের প্রধান নিশ্চল অঙ্গসমূহ হচ্ছে --।
কানেক্টিং রড
ভালভ ও ভালভ মেকানিজম
ক্র্যাঙ্ককেস
ক্র্যাঙ্কশ্যাফট
কোনোটিই নয়
152. রোটর স্পার্ক প্লাগে সরবরাহ করে-
প্রাইমারি ভোল্টেজ
সেকেন্ডারি ভোল্টেজ
ব্যাটারি ভোল্টেজ
লো-ভোল্টেজ
153. জ্বালানির প্রধান উপাদান কোনটি?
সালফার ও কার্বন
হাইড্রোজেন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
অক্সিজেন ও কার্বন
156. কোন ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা বেশি?
৪-স্ট্রোক
২-স্ট্রোক
৬-স্ট্রোক
সবগুলো
157. নিম্নের কোনটি ভ্যাকুয়াম অ্যাডভান্সের মেকানিজমের অংশ?
কন্ডেন্সার
ওয়েট
ক্যাম
ডায়াফ্রেম
159. আনুভূমিক ইঞ্জিনে সিলিন্ডারের ভেতর পিস্টনের মাথা সর্বাধিক যে অবস্থানে পৌঁছাতে পারে, তাকে -- বলে।
স্ট্রোক
বিডিসি
টিডিসি
আইডিসি
কোনোটিই নয়
160. ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা হয়?
ব্যাটারি
ম্যাগনেটো
ডায়নামো
জেনারেটর