Image
থার্মোডায়নামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনস MCQ
323. উষ্ণতা কোন মাত্রায় সেন্টিগ্রেটেড এবং ফারেনহাইট স্কেলের মান সমান?
40°
-40°
32°
64°
327. আপেক্ষিক তাপ = ?
বস্তুর তাপীয় ক্ষমতা / ভর
বস্তুর তাপীয় ক্ষমতা ভর
ভর / তাপীয় ক্ষমতা
বস্তুর তাপীয় ক্ষমতা ভর x ১০০
328. কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে কী বলে?
তাপ ধারণক্ষমতা
আপেক্ষিক তাপ
পানিসম
এন্ট্রপি
329. গ্যাস ধ্রুবক-
আপেক্ষিক তাপদ্বয়ের যোগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের বিয়োগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের ভাগফলের সমান।
আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতের সমান
330. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F-এ সেন্টিগ্রেড স্কেলে কত?
36.89°C
89.36°C
63.98°F
69.38°F
333. স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 2kg বায়ুর আয়তন 1.56m² হলে গ্যাস ধ্রুবক R-এর মান কত?
0.39 kJ/kgK
0.289 kJ/kgK
0.45 kJ/kgK
0.22 kJ/kgK
334. বর্তমানে কত ধরনের পরম স্কেল প্রচলিত আছে?
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
338. গ্যাস ধ্রুবককে আণবিক ভর দ্বারা গুণ করলে পাওয়া যায়।
গ্যাস ধ্রুবক
মোল
সর্বজনীন গ্যাস ধ্রুবক
সবগুলো