থার্মোডায়নামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনস MCQ
181. ইনটেক ও এগজস্ট ভালভ একই সময়ে খোলা থাকাকে কী বলা হয়?
ভালভ ওভারল্যাপিং
পাওয়ার ওভারল্যাপিং
কম্প্রেশন ওভারল্যাপিং
ইনটেক ও ইগজস্ট স্ট্রোক ওভারল্যাপিং
182. দুটি তলের মধ্যকার লিকপ্রুফ সংযোগ দেয়ার জন্য কী ব্যবহার করা হয়?
বিয়ারিং
অয়েল প্যান
লাইনার
গ্যাসকেট
183. অয়েল রিং পিস্টনের কোথায় থাকে?
উপরে
নিচে
মধ্যে
ভিতরে
184. একটি অন্তর্দহন ইঞ্জিন 2500kW তাপ গ্রহণ করে 1500kW তাপ ছেড়ে দেয়। এর দক্ষতা কত?
50%
40%
30%
45%
185. অটোমোবাইল কার ইঞ্জিনে সাধারণত কত রকমের পিস্টন রিং থাকে?
এক
দুই
তিন
চার
186. ইঞ্জিনের তাপীয় দক্ষতা হলো-
আদর্শকৃত কাজ / সরবরাহকৃত তাপ
ইন্ডিকেটেডকৃত কাজ / সরবরাহকৃত তাপ
প্রকৃত কৃত কাজ / সরবরাহকৃত তাপ
কোনোটিই নয়
187. চার স্ট্রোক (4 stroke) ইঞ্জিনে একটি চক্র (Cycle) সম্পন্ন হয় কখন?
ক্র্যাঙ্কশ্যাফট-এর ১ ঘূর্ণনে
ক্র্যাঙ্কশ্যাফট-এর ২ ঘূর্ণনে
ক্র্যাঙ্কশ্যাফট-এর ৪ ঘূর্ণনে
চার বার স্পার্ক (Spark) হলে
188. পিস্টন ও সিলিন্ডার ওয়াল-এর মধ্যবর্তী ফাঁককে কী বলে?
পিস্টন ক্লিয়ারেন্স
সিলিন্ডার ক্লিয়ারেন্স
রিং ক্লিয়ারেন্স
রিং গ্যাপ
189. কম্প্রেশন রিং কোথায় থাকে?
উপরে
নিচে
মধ্যে
ভিতরে
190. স্পার্ক প্লাগ কোথায় থাকে?
সিলিন্ডার হেডে
লাইনারে
রকে
কোনোটিই নয়
191. ব্রেক পাওয়ার (BP) সমান-
ΒΡ = 2πΝΤ
BP(w-S) x Dn/60
BP = (w-S) x (D+d)/60
সবগুলোই
192. ইঞ্জিনে ওয়াটার জ্যাকেট কোথায় থাকে?
ইঞ্জিনের ভিতরে
সিলিন্ডাব ওয়ালের বাইরে
ইঞ্জিন ব্লাকে
সিলিন্ডার হেডে
193. যা সাধারণ বাতাসে অক্সিজেন সহযোগে পুড়ালে প্রচুর তাপ উৎপন্ন করে, তাকে কী বলে?
জ্বালানি
লুব্রিকেন্ট
গ্যাস
কোনোটিই নয়
194. ইঞ্জিন সিলিন্ডারের ব্যাসকে কী বলে?
ব্যাসার্ধ
স্ট্রোক
বোর
ডেড সেন্টার
195. কানেকটিং রড সংযোগ কোথায় থাকে?
পিস্টন ও ক্র্যাঙ্কশ্যাফটে
পিস্টনে
পিস্টন ও বিয়ারিং-এ
পিস্টন ও হেডে
196. গাড়ির ইঞ্জিনের পিস্টনের কাজ কোনটি?
পিস্টন ইঞ্জিনের শক্তিকে কানেকটিং রডের মাধ্যমে Crankshaft-কে চালিত করে Crankshaft-কে ঘূর্ণিত করে
এটি কানেকটিং রডের গাইড হিসেবে কানেকটিং রডকে চালিত করে
পিস্টন গ্রুন্ডের (খাঁজ) মধ্যে পিস্টন রিং ধারণ করে রাখে
উপরে লিখিত সবগুলোই সত্য
197. ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের কার্যসম্পাদন কীভাবে সংঘটিত হয়?
সাকশন, কম্প্রেশন, এক্সপানশন এবং এগজস্ট
সাকশন, এক্সপানশন, কম্প্রেশন এবং এগজস্ট
এক্সপানশন, কম্প্রেশন, সাকশন এবং এগজস্ট
কম্প্রেশন, এক্সপানশন, সাকশন এবং এগজস্ট
198. কত PSI চাপে ইঞ্জিনে বায়ু সংকুচিত হয়?
১৫০-২৫০
৩০০-৪০০
৫০০- ৫৫০
৪৫০-৫৫০
199. নিম্নের কোন সম্পর্কটি সত্য?
FHP = BHP-IHP
IHP = FHP-BHP
BHP = FHP-IHP
FHP = IHP-BHP
200. টোটাল ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে কী বলে?
সম্প্রসারণ রেশিও
কম্প্রেশন রেশিও
ওপেন রেশিও
ক্লোজড রেশিও