MCQ
1. Ordinary Portland Cement-এর Initial Setting time সর্বনিম্ন কত মিনিট হয়?
30
60
45
75
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের Initial setting time 30 মিনিটের কম নয়, Finial setting time 10 ঘণ্টার অধিক নয়।
2. অনিশ্চিত ভূমির Defferential Settlement নিয়ন্ত্রণের জন্য কী ধরনের Foundation/Footing ব্যবহৃত করা হয়?
Combined footing
Mat foundation
Cofferdam
Strip footing
ব্যাখ্যা: ব্যাখ্যা: র্যাফট বা ম্যাট একটি কমাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সমস্ত ক্ষেত্রফলকে আবৃত্ত করে নির্মাণ করা হয়। ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা, যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোডের কাঠামোগুলো র্যাফট ভিত্তির সাহায্যে নির্মাণ করা হয়।
3. মাটির Liquid Limit 50%, Plastic Limit = 30% হলে এর Plasticity Index কত?
80%
20%
30%
0.6
4. L স্প্যানবিশিষ্ট Cantilever beam-এর একপ্রান্তে P- মানবিশিষ্ট পয়েন্ট লোড প্রযুক্ত হলে বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত?
PL/2
PL^2/ 8
PL/4
PL
5. একটি drawing-এর দৈর্ঘ্য 50mm এবং scale = 1:5 হলে এর সঠিক দৈর্ঘ্য কত?
25mm
25cm
10cm
10mm
6. Highway Engineering-4 Standard Axle Load কত?
36000 lb
18000/b
18000 kg
36000 kg Standard Axle
7. মাটির যে স্তরে পানি জমা থাকে, তাকে কী বলে?
Aquclude
Aquifuge
Reservoir
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাটির যে স্তরে পানি জমা থাকে তাকে পানিধারক স্তর বা Aquifer বলে।
8. 1.3 F.M এবং 2.5 F.M এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 F.M এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
1:0.5
1:1.5
1:1
1:2
9. 'ECR' 1997 অনুযায়ী পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
50 ppm
5ppm
50ppb
5ppb
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্র 50 ppb বা 0.05 ppm
10. Pathogen কীসের মাধ্যমে নির্মূল করা যায়?
Oxidation
Chlorination
De-oxygenation
সবগুলো
11. কিউমেক (Cumec) দ্বারা কী বুঝায়?
m³/sec
ft/sec
m³/day
ft³/day
12. ACI code অনুযায়ী একটি এর সর্বনিম্ন পুরুত্ব কত?
L/25
L/30
L/35
L/12
13. মাটির কোন Property বের করার জন্য unconfined compression test করা হয়?
Specific Gravity
Density
Shear strength
Permeability
ব্যাখ্যা: ব্যাখ্যা: Unconfined Compression টেস্টের মাধ্যমে পরীক্ষাগারে শিলা এবং সূক্ষ্ম দানাযুক্ত মাটির যান্ত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। এর মাধ্যমে মাটির Shear strength নির্ণয় করা হয়।
14. কোনটি pH এর forumla?
-Log(OH)
-Log[H+]
Log(H*)
Log(OH)
15. শুধুমাত্র একটি সেট স্কয়ার দিয়ে কোন কোণটি অঙ্কন করা যায় না?
30°
60°
45°
75°
ব্যাখ্যা: ব্যাখ্যা: সেট স্কয়ার বলতে দুটি ত্রিভুজ জাতীয় বস্তু বুঝায়, যার একটির কোণ 30°, 60° ও 90° এবং অন্যটির মান 45° 45° 90° হয়ে থাকে।
16. 347° এর Reduced Bearing কত?
77°SE
13°EN
13°NW
77°SW
17. বিটুমিনের গ্রেড কোন Test-এর মাধ্যমে নির্ণয় করা হয়?
Permeability
Flash point
Penetration
Specific gravity
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিনজাত সামগ্রীর গ্রেড জানার জন্য Penetration lea করা হয়। বিটুমিনজাত সামগ্রীতে আগুন ধরার তাপমাত্রা জানার জন্য Flash point test করা হয়। আর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার জন্য Specific gravity test করা হয়।
18. ACI code অনুযায়ী কলামে ব্যবহৃত Lateral Tie rod এর সর্বনিম্ন Dia কত?
5 mm
10 mm
20 mm
25 mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI code অনুযায়ী কলামে ব্যবহৃত Lateral tie rod-এর সর্বনিম্ন Dia 10mum এবং সর্বোচ্চ dia 25 mm.
19. কোন আকৃতির Aggregate কংক্রিট এর জন্য উত্তম?
গোলাকৃতি
কোণাকৃতি
পাতলাকৃতি
লম্বাকৃতি
ব্যাখ্যা: ব্যাখ্যা: : কোণাকৃতি অ্যাগ্রিগেটের মধ্যে প্রায় ৪০-৪১% ভয়েড থাকে। এতে পানির পরিমাণ বেশি লাগে, নির্দিষ্ট ওয়াটার-সিমেন্ট রেশিওতে কার্যোপযোগিতা সবচেয়ে কম হয়, উত্তম বন্ধন সৃষ্টি হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিট পাওয়া যায়।
20. কোনটির কারণে পানিতে Hardness হয়?
CaCl₂
NaCl
MgSO,
কওখ