MCQ
1. একটি drawing-এর দৈর্ঘ্য 50mm এবং scale = 1:5 হলে এর সঠিক দৈর্ঘ্য কত?
25mm
25cm
10cm
10mm
2. শুধুমাত্র একটি সেট স্কয়ার দিয়ে কোন কোণটি অঙ্কন করা যায় না?
30°
60°
45°
75°
3. 'ECR' 1997 অনুযায়ী পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
50 ppm
5ppm
50ppb
5ppb
4. ACI code অনুযায়ী একটি এর সর্বনিম্ন পুরুত্ব কত?
L/25
L/30
L/35
L/12
5. 1.3 F.M এবং 2.5 F.M এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 F.M এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
1:0.5
1:1.5
1:1
1:2
6. ACI code অনুযায়ী কলামে ব্যবহৃত Lateral Tie rod এর সর্বনিম্ন Dia কত?
5 mm
10 mm
20 mm
25 mm
7. 347° এর Reduced Bearing কত?
77°SE
13°EN
13°NW
77°SW
8. কোন আকৃতির Aggregate কংক্রিট এর জন্য উত্তম?
গোলাকৃতি
কোণাকৃতি
পাতলাকৃতি
লম্বাকৃতি
9. L স্প্যানবিশিষ্ট Cantilever beam-এর একপ্রান্তে P- মানবিশিষ্ট পয়েন্ট লোড প্রযুক্ত হলে বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত?
PL/2
PL^2/ 8
PL/4
PL
10. অনিশ্চিত ভূমির Defferential Settlement নিয়ন্ত্রণের জন্য কী ধরনের Foundation/Footing ব্যবহৃত করা হয়?
Combined footing
Mat foundation
Cofferdam
Strip footing
11. মাটির Liquid Limit 50%, Plastic Limit = 30% হলে এর Plasticity Index কত?
80%
20%
30%
0.6
12. Highway Engineering-4 Standard Axle Load কত?
36000 lb
18000/b
18000 kg
36000 kg Standard Axle
13. বিটুমিনের গ্রেড কোন Test-এর মাধ্যমে নির্ণয় করা হয়?
Permeability
Flash point
Penetration
Specific gravity
14. মাটির যে স্তরে পানি জমা থাকে, তাকে কী বলে?
Aquclude
Aquifuge
Reservoir
কোনোটিই নয়
15. কোনটি pH এর forumla?
-Log(OH)
-Log[H+]
Log(H*)
Log(OH)
16. কিউমেক (Cumec) দ্বারা কী বুঝায়?
m³/sec
ft/sec
m³/day
ft³/day
17. Pathogen কীসের মাধ্যমে নির্মূল করা যায়?
Oxidation
Chlorination
De-oxygenation
সবগুলো
18. কোনটির কারণে পানিতে Hardness হয়?
CaCl₂
NaCl
MgSO,
কওখ
19. মাটির কোন Property বের করার জন্য unconfined compression test করা হয়?
Specific Gravity
Density
Shear strength
Permeability
20. Ordinary Portland Cement-এর Initial Setting time সর্বনিম্ন কত মিনিট হয়?
30
60
45
75