প্রডাকশন প্লানিং এন্ড কন্ট্রোল MCQ
101. কর্মীর শারীরিক ও মানসিক যোগ্যতার ধারণা পাওয়া যায়-
কার্য মূল্যায়নে
কার্য নির্দিষ্টকরণে
কার্য বিশ্লেষণে
কর্ম নির্দিষ্টকরণে
102. গ্যান্ট চার্ট সাধারণত কত প্রকার হয়ে থাকে?
৪ প্রকার
৩ প্রকার
২ প্রকার
৫প্রকার
103. শ্রমবিভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
৫ভাগে
104. থাবলিগস মোশন স্টাডি কে আবিষ্কার করেন?
যন্ত্রপাতি খরচ
অ্যারিস্টটল
গিলব্রেথ
গালফ
105. কারখানার স্থান নির্বাচনে কয়টি খরচ বিবেচনায় আনতে হয়?
৪টি
২টি
৩টি
৫টি
106. কোন বিজ্ঞানীর নামানুসারে গ্যান্ট চার্ট নামকরণ করা হয়?
এইচ, এল, গ্যান্ট
ডাল্টন
নিউটন
কোনোটিই নয়
107. কীরূপ উৎপন্ন দ্রব্যের ক্ষেত্রে 100% পরীক্ষণ প্রয়োজন?
জব প্রোডাকশন
ব্যাচ প্রোডাকশন
মাস প্রোডাকশন
কোনোটিই নয়
108. কয় প্রকার পদ্ধতিতে যন্ত্রপাতি বিন্যাস করা যায়?
২ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
109. ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রব্য উৎপাদন করার কৌশলকে বলে-
ইনস্পেকশন
দ্রব্য নিয়ন্ত্রণ
চাহিদা নিয়ন্ত্রণ
মান নিয়ন্ত্রণ
110. ব্রেক ইভেন পয়েন্টে মোট ক্রয় ও বিক্রয়-
সমান
অসমান
উভয়
কোনোটিই নয়
111. নিচের কোনটি ইনডাইরেক্ট কস্ট?
যন্ত্রপাতি ক্রয়
কারখানা ভাড়া
যন্ত্রপাতি ভাড়া
কোনোটিই নয়
112. ব্রেক ইভেন বিশ্লেষণের সর্বমোট খরচ বলতে বুঝায়-
Fixed cost
Variable cost
Fixed cost + Variable cost
Fixed cost + Sales revenue
113. থারবলিগসের নাম যানবাহন খালি এর রং কী?
জলপাই সবুজ
কালো
বেগুনি
ধূসর
114. গতির মৌলিক উপাদানকে কী বলে?
থারবলিগস
অনুসন্ধান
নির্বাচন
পরিদর্শন
115. থারবলিগসের নাম যানবাহন বোঝায়ের কী রং?
কালো
বেগুনি
সবুজ
ধূসর
116. গ্যাস প্রবাহের জন্য কোন ধরনের পাইপ ব্যবহৃত হয়?
লোহার পাইপ
ইস্পাতের পাইপ
PVC পাইপ
MS পাইপ
117. নির্দিষ্ট সময়ের জন্য মাল মজুদকরণের খরচকে কী বলা হয়?
সেট-আপ কস্ট
অর্ডারিং কস্ট
হোল্ডিং কস্ট
কোনোটিই নয়
118. নির্দিষ্ট কোনো ফরমায়েশের জন্য মেশিনের সময় নির্ধারিত করাকে 'কী বলে?
রিসোর্স সিডিউলিং
ফরমায়েশ সিডিউলিং
ওয়ার্ক সিডিউলিং
মেশিন সিডিউলিং
119. স্টোর রুমে রক্ষিত মালামালের পরিমাণ বুঝায় কোনটি দিয়ে—
স্টোর
টোক
স্টক
কোনোটিই না
120. কোনো পণ্যের (Product) ব্রেক ইভেন্ট পয়েন্ট এটির –
Fixed cost= Variable cost
Sales revenue= Total cost
Sales revenue < Total cost
Sales revenue > Total cost