প্রডাকশন প্লানিং এন্ড কন্ট্রোল MCQ
121. উৎপাদনের উপাদান কয়টি?
৪ টি
৫ টি
৬ টি
৭ টি
122. কারিগরি শিক্ষা মূলত কীসের সাথে ওতপ্রোতভাবে জড়িত?
উৎপাদন
বণ্টন
শ্রমবিভাগ
অর্জন
123. গতির মৌলিক উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়?
১০ ভাগে
১৭ ভাগে
২৭ ভাগে
১৪ ভাগে
124. উৎপাদন প্রক্রিয়ার প্রয়োজনীয় গতিসমূহের সঠিক ব্যবহারের নিমিত্তে প্রস্তুতকৃত তালিকাকেই কী বলে?
ফ্লো চার্ট
গ্যান্ট চার্ট
ক ও খ উভয়ই
প্রসেস চার্ট
125. সরলরৈখিক পদ্ধতির অবচয় নির্ণয়ের সূত্র কোনটি?
D= I- (S/C)
D= N/C-S
D=S-N/C
D=C-S/N
126. উৎপাদন ব্যবস্থাপনার দৃষ্টিতে উৎপাদনকে কয় ভাগে ভাগ করা যায় ?
৫ভাগে
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
127. শ্রমিক যে কাজটি করে, তাই-
শ্রম
মজুরি
শ্রমবিভাগ
কোনোটিই নয়
128. Motion study chart ও Therbligs symbol হলো-
২টি
৭ টি
২১টি
১৮টি
129. Product life cycle-এর পর্যায় কতটি?
৩টি
৪টি
২টি
৫টি
130. ব্রেক ইভেন পয়েন্টে কী ঘটে?
ক্ষতি হয়
লাভ হয়
লাভ-লোকসান কিছুই হয় না
কোনোটিই নয়
131. প্রকল্প বিন্যাস কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
132. ব্যবস্থাপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত কোনটি?
প্রণোদনা
পরিকল্পনা
নিয়ন্ত্রণ
সমন্বয় সাধন
133. কয়টি পদ্ধতিতে মাইক্রোমোশন স্টাডি সম্পাদন করা হয়?
২টি
৩টি
৪ টি
৫ টি
134. উৎপাদনের প্রথম ও প্রধান উপাদান কোনটি?
সংগঠন
শ্রম
মূলধন
ভূমি
135. উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কার্যপ্রক্রিয়ার বিস্তারিত সময়সূচিকে কী বলে?
রুটিন
ডিসপেচিং
শিডিউলিং
সবগুলো
136. একটি ফাংশনাল অর্গানাইজেশনে-
quality of work is better
wastage of material is minimum
special knowledge and guidance to individual
all of the above
137. মান নিয়ন্ত্রণের কয়টি উপাদান রয়েছে?
১১ টি
৭ টি
৯ টি
৬ টি
138. উৎপাদিত দ্রব্য যদি ক্রেতার নির্দেশের ভিত্তিতে তৈরি করা হয় তবে তা... প্রডাকশন।
ম্যাস
ব্যাচ
জব
প্রসেস