বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, প্রাচীন জনপদ ও ইতিহাস MCQ
81. সেন বংশের আদি নিবাস
বিক্রমপুর
নদীয়া
দাক্ষিণাত্য
কামরূপ
82. গিয়াসউদ্দিন বলবনের শাসলকাল কোনটি?
১২৬৬-৮৭ খ্রিস্টাব্দ
১২৬০-৮০খ্রিস্টাব্দ
১২৬০- ৮৮ খ্রিস্টাব্দ
১২৬৮ ৮৮ খ্রিস্টাব্দ
83. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক -
বাবর
হুমায়ুন
শেরশাহ
আকবর
84. শেরশাহ কিসের জন্য বিখ্যাত?
যুদ্ধ কৌশল
বাজার নিয়ন্ত্রণ
ভূমি রাজস্ব ব্যবস্থা
কোনোটিই নয়
85. বিখ্যাত গ্রান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
কুমিল্লা জেলার দাউদকান্দি
ঢাকা জেলার বারিধারা
যশোর জেলার ঝিকরগাছা
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
86. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? / বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?/বাংলার স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা কে?/বাংলার স্বাধীন সুলতানী যুগের সূচনাকারী কে?
নবাব আলীবর্দী খান
বখতিয়ার খলজি
নবাব সিরাজউদ্দৌলা
ফখরুদ্দিন মোবারক শাহ
87. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?
মালিক কাফুর
বৈরাম খান
শায়েস্তা খান
মীরজুমলা
88. বারো ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের?
মুঘল আমলের
পাঠান আমলের
ব্রিটিশ আমলের
পাল আমলের
89. আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন?
উলুঘ খাঁ
মালিক কাফুর
নসরত খান
জাফর খান
90. শেরশাহ পূরের সমাধিসৌধ কোথায় অবস্থিত?
জৌনপুর
সাসারাম
রোটাসগড়
লাহোর
91. বাংলাদেশে বারো ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে -
বাবরের সময়
আওরঙ্গজেবের সময়
জাহাঙ্গীরের সময়
আকবরের সময়
92. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন?
আলাউদ্দিন খলজি
শের শাহ
আকবর
আওরঙ্গজেব
93. দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন?
কুতুবউদ্দিন আইবক
শামসউদ্দিন ইলতুৎমিশ
গিয়াসউদ্দিন বলবন
মুহম্মদ বিন তুগলক
94. দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে?
সম্রাট নূরজাহান
সুলতানা রাজিয়া
মমতাজ
যোধাবাঈ
95. রক্তপাত ও কঠোরনীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল?
সুলতানা রাজিয়া
নাসিবউদ্দিন মাহমুদ
গিয়াসউদ্দিন বলবন
আলাউদ্দিন খলজি
96. ফ্রান্সের রাজা চর্তুদশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমিই রাষ্ট্র?
গিয়াসউদ্দিন বলবন
জালালউদ্দিন খলজি
বিন তুগলক
আলাউদ্দিন খলজি
97. বাংলার যেসব জমিদার মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন, তাঁরা পরিচিত ছিলেন -
বারো মন্ডল নামে
বারো কুতুব নামে
বারো ভূঁইয়া নামে
বারো পঞ্চায়েত নামে
98. 'তুত-ই-হিন্দ' কাকে বলা হয়? / কাকে 'ভারতের তোতা পাখি' বা 'ভারতের কণ্ঠস্বর' বলা হয়?
তানসেন
আমীর খসরু
আবুল ফজল
গালিব
99. সেন বংশের প্রথম রাজা কে? / সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
হেমন্ত সেন
বল্লাল সেন
বিজয় সেন
সামন্ত সেন
100. বারো ভূঁইয়া কাদের বলা হতো?
ব্রিটিশ যুগের শক্তিশালী যোদ্ধাদের
বড় বড় স্বাধীন জমিদারদের
মুঘল আমলের ১২ জন সেনাপতিকে
উপরে উল্লেখিত সকলকেই