MCQ
41. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
সাতক্ষীরায়
নোয়াখালী
ফেনী
কক্সবাজারে
42. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
রপসা
বলেশ্বর
ভৈরব
হাড়িয়াভাঙ্গা
43. বাংলাদেশের একমাত্র শীতল পানির বর্ণা 'হিমছড়ি' ঝর্ণা কোথায় অবস্থিত?
কক্সবাজার
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
কাপ্তাই
44. বাংলাদেশের একমাত্র গরম পানি বা উষ্ণ জলের ঝর্ণা কোথায় অবস্থিত?
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মিঠাপুকুর, রংপুর
সীতাকুন্ড, চট্টগ্রাম
শৈলপ্রপাত, বান্দরবান
45. মুহুরির চর কোথায় অবস্থিত?
লালমনিরহাট
ফেনী
নোয়াখালি
খুলনা
46. মৌলভীবাজার শৈলপ্রপাত, বান্দরবান সীতাকুন্ড, চট্টগ্রাম 'খৈয়াছড়া' ঝর্ণা' কোথায় অবস্থিত—
মিরসরাই, চট্টগ্রাম
বিনোদপুর, রংপুর
শৈলপ্রপাত, বান্দরবান
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
47. বাংলাদেশের যে নদীতে চরের সংখ্যা বেশি ---
পদ্মা
মেঘনা
তিস্তা
যমুনা
48. ভাসান চরের পূর্বনাম কী?
চর পিয়া
চর কদম
নিঝুম দ্বিপ
ঠেঙ্গার চর
49. 'হিমছড়ি' ঝর্ণা কোথায় অবস্থিত?
কক্সবাজার
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
কাপ্তাই
50. পূর্বাশা বা নিউসুব দ্বীপের অপর নাম---
সেন্টমার্টিন
দক্ষিণ তালপট্টি
নিঝুম দ্বিপ
উত্তর তালপট্টি
51. চট্টগ্রামের সীতাকুন্ডের পাহাড়িয়া অঞ্চলে আছে—
সবিরাম প্রস্রবণ
অবিরাম প্রস্রবণ
উষ্ণ প্রস্রবণ
গেইসার
52. কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয়ই দাবি করে--
দক্ষিণ তালপট্টি
নিঝুম দ্বিপ
উত্তর তালপট্টি
মহেশখালি
53. বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্নার নাম কী?
সীতাকুন্ড ঝর্না
হিমছড়ি ঝর্না
ময়ামায়া বর্ণা
ফয়েস ঝর্ণা
54. 'হিমছড়ি' ঝর্ণা কোথায় অবস্থিত?
কক্সবাজার
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
কাপ্তাই
55. নির্মল চর কোথায় অবস্থিত?
হাতিয়া
রাজশাহী
ফেনী
ভোলা
56. পূর্বাশা বা নিউমুর দ্বীপ কোন জেলায় অবস্থিত?
সাতক্ষীরায়
নোয়াখালী
ফেনী
কক্সবাজারে
57. দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান কোথায়?
হাড়িয়াভাঙ্গা নদীর বুকে
রায়মঙ্গল নদীর মোহনায়
বঙ্গোপসাগরের বুকে
নিঝুম দ্বীপের মোহনায়
58. পূর্বাশা বা নিউমুর কোথায় অবস্থিত?
হাড়িয়াভাঙ্গা নদীর বুকে
রায়মঙ্গল নদীর মোহনায়
বঙ্গোপসাগরের বুকে
নিঝুম দ্বীপের মোহনায়
59. 'সহস্রধারা' ও 'সুপ্তধারা' নামের দুইটি জলপ্রপাত কোথায় অবস্থিত?
মিঠাপুকুর, রংপুর
শৈলপ্রপাত, বান্দরবান
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
সীতাকুন্ড, চট্টগ্রাম
60. পূর্বাশা বা নিউমুর দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
রপসা
বলেশ্বর
ভৈরব
হাড়িয়াভাঙ্গা