Image
MCQ
61. নিঝুম দ্বীপ যে জেলার অংশ--
নোয়াখালী
চট্টগ্রাম
ভোলা
বরিশাল
62. আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত?
সেন্টমার্টিন, কক্সবাজার
মহেশখালী, কক্সবাজার
ছেঁড়া দ্বীপ, কক্সবাজার
নিঝুম দ্বীপ, নোয়াখালী।
63. ভাসানচর কোন জেলায় অবস্থিত?
নোয়াখালী
চাঁদপুর
ফেনী
কুমিল্লা
64. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
মহেশখালী
সেন্টমার্টিন
ছেঁড়া দ্বীপ
নিঝুম দ্বীপ
65. সোনাদিয়া দ্বীপ কোথায়?
নোয়াখালী
চট্টগ্রাম
কক্সবাজার
ভোলা
66. ভাসান চর দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
নোয়াখালী
চাঁদপুর
ফেনী
কুমিল্লা
67. আদিনাথ মন্দির কোথায় অবস্থিত?
সেন্টমার্টিন, কক্সবাজার
মহেশখালী, কক্সবাজার
ছেঁড়া দ্বীপ, কক্সবাজার
নিঝুম দ্বীপ, নোয়াখালী।
68. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
মেঘনা নদীর মোহনায়
সুন্দরবনের দক্ষিণে
টেকনাফের দক্ষিণে
পদ্মা ও যমুনার সংযোগস্থলে
69. বাংলাদেশের কোন নদীর মোহনায় 'নিঝুম দ্বীপ' অবস্থিত?
পদ্মা
মেঘনা
যমুনা
কর্ণফুলী
70. কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত?
কক্সবাজার
খুলনা
চট্টগ্রাম
টেকনাফ
71. কুতুবদিয়া দ্বীপ কোথায়?
কক্সবাজার
খুলনা
চট্টগ্রাম
টেকনাফ
72. সোনাদিয়া দ্বীপ কোথায়?
নোয়াখালী
চট্টগ্রাম
কক্সবাজার
ভোলা
73. সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
৯১ বর্গ কি.মি.
৯ বর্গ কি.মি.
৭ বর্গ কি. মি
৮ বর্গ কি. মি
74. সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত?
মাছের প্রজনন ক্ষেত্র
জনমানবহীন এলাকা
সামুদ্রিক মাছ শিকার
বন্যা কবলিত এলাকা
75. নিঝুম দ্বীপের আয়তন কত?
৮১ বর্গ কি.মি.
৮২ বর্গ কি.মি.
৮৫ বর্গ কি.মি.
৯১ বর্গ কি.মি.
76. মহেশখালী দ্বীপ কোন জেলায় অবস্থিত?
কক্সবাজার
চট্টগ্রাম
বরিশাল
ফেনী
77. ভাসান চরের পুরাতন নাম কী?
চর পিয়া
চর কদম
নিঝুম দ্বিপ
ঠেঙ্গার চর
78. নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত—
কুতুবদিয়া
হাতিয়া
সন্দ্বীপ
মহেশখালী
79. নিচের কোন দ্বীপকে 'সামুদ্রিক সংরক্ষিত এলাকা' হিসেবে ঘোষণা করা হয়েছে?
ছেঁড়া দ্বীপ
নিঝুম দ্বীপ
মনপুরা দ্বীপ
দুবলার চর
80. নিচের কোন দ্বীপকে 'সামুদ্রিক সংরক্ষিত এলাকা' হিসেবে ঘোষণা করা হয়েছে?
ছেঁড়া দ্বীপ
নিঝুম দ্বীপ
মনপুরা দ্বীপ
দুবলার চর