Image
MCQ
2441. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
৩৮ নং
৩৯ নং
৪১ নং
৪৩ নং
2442. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে কত জন বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন?
১৭৫ জন (বর্তমান: ১৭৪ জন)
১০০ জন
১২৫ জন
১৫০ জন
2443. সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে?
৫৫(৬)
৯৩(১)
৯৩ (২ক)
৫৬(৩)
2444. ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হলো-
আইন বিভাগ
বিচার বিভাগ
শাসন বিভাগ
গণতন্ত্র
2445. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন?
৭ জন
৬৮ জন
১৭৫ জন
৪২৬ জন (বর্তমান: ৪২৪ জন)
2446. মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ডব্লিউ, এস, ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
জার্মানি
নেপালের
বেলজিয়াম
হল্যান্ড
2447. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রে স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে?
৩৯(২) (খ) অনুচ্ছেদ
৩৯(১) অনুচ্ছেদ
৩৯(২) (ক) অনুচ্ছেদ
৩৯(১) (ক) অনুচ্ছেদ
2448. চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
২৬
৪৩
১০৮
৩৯
2449. বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি?
বীর প্রতীক
বীরশ্রেষ্ঠ
বীর উত্তম
বীর বিক্রম
2450. বাংলাদেশের প্রত্যেক নাগরিবের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি-ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে?
৪২ নং অনুচ্ছেদ
২৫ নং অনুচ্ছেদ
৩০ নং অনুচ্ছেদ
২৭ নং অনুচ্ছেদে
2451. যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি কত?
৪৭
২৫
৩১
৭০
2452. মুক্তিযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদকপ্রাপ্ত হয়েছেন?
৫০
৫২
৪৯ (বর্তমান: ৪৮ জন)
৫১
2453. উপজাতি হিসেবে মুক্তিযুদ্ধের একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
মোখামিক
উক্যাচিং মারমা
আরুপ মারমা
ঝিলংজা মারমা
2454. রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অধ্যাদেশ জারির তারিখ থেকে কত দিনের মধ্যে সংসদের মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত না করা হলে সেটি বিলুপ্ত হয়ে যাবে?
প্রথম সংসদের অধিবেশনের প্রথম দিন হতে ত্রিশ দিন
প্রথম সংসদ অধিবেশনে উত্থাপনের তারিখ হতে ত্রিশ দিন
নব্বই দিন
ছয় মাস
2455. স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব পাওয়া বেসামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা?
৮ জন
৪ জন
৭ জন
৫ জন
2456. মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিমান বাহিনীর কতজন সদস্য সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদকপ্রাপ্ত হয়েছেন --
৫ জন
৮ জন
৪ জন
৬ জন
2457. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক--
ডব্লিউ, এস, ওডারল্যান্ড
জর্জ হ্যারিসন
রিচার্ড বানা
মাইকেল হ্যারিসন
2458. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
২৫৭ জন
১৬৩ জন
৬৮ জন (বর্তমান: ৬৭ জন)
৪৪ জন
2459. মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশির নাগরিকতা কী ছিল?
ব্রিটিশ
ফরাসি
ডাচ
ক্যানাডিয়ান।
2460. দেশের কোনো জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কী?
বীরশ্রেষ্ঠ
বীর উত্তম
বীর প্রতীক
বীর বিক্রম