MCQ
2481. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোন তারিখে বাংলাদেশে আনা হয়?
১০ ডিসেম্বর
১০ নভেম্বর
২২ সেপ্টেম্বর
২২ জানুয়ারি
2482. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর ঘ নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
২৫(৭)
২৮(৪)
৪০(৩)
৪২
2483. মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কী?
অস্তিত্বে আমার দেশ
ওরা এগারো জন
জন্মভূমি
আলোর মিছিল
2484. মুক্তিযুদ্ধে যোগদানের পূর্বে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন----
আর্মি অফিসার
বিমানবাহিনীর অফিসার
ইপিআর'র অফিসার
নৌবাহিনীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
2485. বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের জন্মস্থান --
নড়াইল
নরসিংদী
ভোলা
ঝিনাইদহ
2486. নূর মোহাম্মদের পদবি কী ছিল?
লেফটেন্যান্ট
ক্যাপ্টেন
সিপাহি
ল্যান্স নায়েক
2487. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
বনানী কবরস্থান
আজিমপুর কবরস্থান
মোহাম্মদপুর কবরস্থান
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা
2488. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
সিপাহি
ল্যান্স নায়েক
লেফটেন্যান্ট
ক্যাপ্টেন
2489. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের গ্রামের নাম কি?
পাথরঘাট
বাগচা পাড়া
সালামতপুর
মহেসখালি
2490. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন?
সেনাবাহিনী
নৌবাহিনী
বিমানবাহিনী
ইপিআর
2491. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
করাচি, পাকিস্তান
কলম্বো, শ্রীলংকা
পেশোয়ার, পাকিস্তান
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান,
2492. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
মোস্তফা কামাল
মুন্সি আব্দুর রউফ
নূর মোহাম্মদ শেখ
হামিদুর রহমান
2493. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বাড়ি কোন জেলায়?
যশোর
ঢাকা
ফরিদপুর
নড়াইল
2494. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন--
ফ্লাইট লেফটেন্যান্ট
ক্যাপ্টেন
ল্যান্স নায়েক
স্কোয়াড্রোন ইঞ্জিনিয়ার
2495. সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেন?
৪ নম্বর
১১ নম্বর
৭ নম্বর
১০ নম্বর
2496. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে?
মতিউর রহমান
হামিদুর রহমান
মোস্তফা কামাল
মহিউদ্দিন জাহাঙ্গীর
2497. সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ রয়েছে?
২৭ নং অনুচ্ছেদ
৩১ নং অনুচ্ছেদ
৩২ নং অনুচ্ছেদ
৩৪ নং অনুচ্ছেদ
2498. কোথায় যুদ্ধ করার জন্য বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন?
গোয়ালহাটি, যশোর
চৌগাছা, যশোর
কাশিপুর, যশোর
মহিশখোলা, নড়াইল
2499. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন?
১০
১১
৪
৮
2500. সিপাহি হামিদুর রহমান কোথায় শাহাদাত বরণ করেন?
শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ
মহালছড়ি, রাঙ্গামাটি
খালিশপুর, ঝিনাইদহ
কমলগঞ্জ, মৌলভীবাজার