Image
MCQ
2581. ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো –
শিক্ষা সংস্কার
ভাষা আন্দোলনের সফল বাস্তবায়ন
বাঙ্গালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
অর্থনৈতিক মুক্তি আন্দোলন
2582. বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
বৈদেশিক বাণিজ্য
মুদ্রা বা অর্থর
রায়ায় কর
কেন্দ্রীয় সরকার
2583. আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা--
রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
ধর্মনিরপেক্ষতা
স্বতন্ত্র মুদ্র।
প্রাদেশিক স্বায়ত্তশাসন
2584. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হচ্ছে-
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষভা
জাতীয়তাবাদ, আইনের শাসন, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
মানবাধিকার, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সুশাসন
2585. ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?
ছয় দফা কর্মসূচি: বাঙালির দাবি
ছয় দফাঃ আমাদের সংগ্রামের দাবি
ছয় দফা:পূর্ব বাংলার বাঁচার অধিকার
ছয় দফা:আমাদের বাঁচার দাবি
2586. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ধর্মীয় ঐক্য
ভ্রাতৃত্ববোধ
ঐক্য ও সংহতি
শৃঙ্খলাবোধ
2587. ছয় দফার কোন দফায় অর্থ ব্যবস্থা সম্পর্কে বলা আছে?
দ্বিতীয় দফা
তৃতীয় দফা
চতুর্থ দফা
পঞ্চম দফা
2588. কোন অনুচ্ছদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
৭(ক)
৭(খ)
2589. ১৯৬৬ সালে ঘোষিত ছয় দফা কর্মসূচির মূল বক্তব্য কী ছিল?।
Separation of Two Wings.
Creation of 6 Provinces
Autonomy of East Pakistan
Declaration of Independent Bangladesh
2590. ঐতিহাসিক ছয় দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না—
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
শাসনতান্ত্রিক কাঠামো
স্বতন্ত্র মুদ্র ব্যবস্থা
বিচার ব্যবস্থা
2591. বাঙালি জাতির মুক্তি সনদ হলো---
ছয় দফা
এগারো দফা
৭ মার্চের ভাষণ
২১ দফা
2592. কবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগররলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
০৩ এপ্রিল, ১৯৬৮
০৩ মে, ১৯৬৮
০৩ জানুয়ারি, ১৯৬৮
০৩ মার্চ, ১৯৬৮
2593. আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফাতে কী ছিল?
রাজতন্ত্র
একনায়কতন্ত্র
গণতন্ত্র
সংসদীয় গণতন্ত্র
2594. ছয় দফার কোন নফাতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দুইটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা চালুর দাবি ছিল?
দ্বিতীয় দফা
তৃতীয় দফা
চতুর্থ দফা
পঞ্চম দফা
2595. 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' এই ঘোষণাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
৫(২)
৭(১)
১৫(৩)
২৯(১)
2596. ছয় দফা কর্মসূচি মূলত কী ধরনের কর্মসূচি--
ধর্মীয় ও আঞ্চলিক
সাহিত্য ও সাংস্কৃতিক
সামাজিক ও রাজনৈতিক মুক্তি
অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি
2597. ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
বিল অব রাইটস
ম্যাগনাকার্টা
পিটিশন অব রাইটস
মুখ্য আইন
2598. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
৪ টি
৫ টি
৬ টি
৮ টি
2599. রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?
প্রথম ভাগ
দ্বিতীয় ভাগ
তৃতীয় ভাগ
পঞ্চম ভাগ
2600. ১৯৬৬ সালে ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
৩টি
৪টি
৫টি
৬ টি