MCQ
2541. সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতা সম্পর্কে বলা হয়েছে?
১৮
১৯(১)
২০
২১
2542. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কিত কতটি আর্টিকেল আছে?
১৭ টি
১৮ টি
২২ টি
১৫ টি
2543. বাংলাদেশে শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কোনটি?
সরকারি আদেশ-নির্দেশ
জাতিসংঘের ঘোষণাবলী
আইন ও অধ্যাদেশ
সংবিধান
2544. বাংলাদেশের সংবিধানের কত ধারায় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?
১৪ নং ধারা
১৫ নং ধারা
১৬ নং ধারা
১৭ নং ধারা
2545. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
১৩
১৮
২০
২৫
2546. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
প্রথম ভাগে
দ্বিতীয় ভাগে
তৃতীয় ভাগে
চতুর্থ ভাগে
2547. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
এশিয়াটিক সোসাইটি
বাংলা একাডেমি
ঢাকা বিশ্ববিদ্যালয়
. শিল্পকলা একাডেমি
2548. 'সকল সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারা অনুযায়ী শূন্যস্থান পূরণ করুন।
জনগণের সেবা করার
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করার
সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করার
সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করার
2549. পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের বিষয়টি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
১৮
১৮ক
১৯
২০
2550. সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে?
১৫
২০
২৫
২৭
2551. কবে মুজিবনগর দিবস পালন করা হয়?
১০ এপ্রিল
১৭ এপ্রিল
১৭ মার্চ
২৭ মার্চ
2552. কবে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
১৯ ডিসেম্বর, ১৯৭০
৩ ডিসেম্বর, ১৯৫৫
২১ ফেব্রুয়ারি, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭২
2553. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলাসমুহের সমৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
২১
২২
২৩
২৪
2554. জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
১৮
১৯(১)
১৯(২)
২০
2555. বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে নাগরিক কর্তব্য সমূহ আলোচিত হয়েছে?
৩১ অনুচ্ছেদে
২১ অনুচ্ছেদে
১১ অনুচ্ছেদে
১ অনুচ্ছেদে
2556. মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দিন আহমেদ
শেখ মুজিবুর রহমান
ক্যাপ্টেন মনসুর আলী
2557. বাঙালি জাতিসত্তার প্রতীক কী?
ভাষা একাডেমি
শিল্পকলা একাডেমি
জাতীয় জাদুঘর
বাংলা একাডেমি
2558. উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
২২
২৩
২৩ক
২৫
2559. বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে?
শিল্পকলা একাডেমি
শিশু একাডেমি
এশিয়াটিক সোসাইটি
বাংলা একাডেমি
2560. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে?
৩৭
১৫
২২
১১