Image
MCQ
401. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
চট্টগ্রাম
পঞ্চগড়
সিলেট
মৌলভীবাজার
402. দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত?
শ্রীমঙ্গল
সিলেট
পঞ্চগড়
বান্দরবান
403. সম্প্রতি বাংলাদেশ সরকার 'পাট'কে যে পণ্য হিসেবে ঘোষণা দেয়?
বস্ত্র
শিল্প
ভোগ্য
কৃষি
404. চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত?
চতুর্থ
নবম
দ্বাদশ
দশম
406. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়-
১৯ কোটি পাউন্ড
২০ কোটি পাউন্ড
২১ কোটি পাউন্ড
২০ কোটি পাউন্ড
407. আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
৪র্থ
৭ম
৫ম
৮ম
408. বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
ফরিদপুর
জামালপুর
রংপুর
শেরপুর
409. ডিসেম্বর ২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ- ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?
৩টি
৫টি
৭টি
৯টি
410. কোন দেশ বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক?
যুক্তরাষ্ট্র
ভারত
যুক্তরাজ্য
পাকিস্তান
412. ২০২২ সালে কোন নদীর পানি বণ্টন নিয়ে ভারত- বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষর হয়?
কুশিয়ারা নদী
তিস্তা নদী
সুরমা নদী
সাংগু নদী
413. বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে---পর্যন্ত বহমান
কলকাতা, বেনাপোল
শিলিগুড়ি, পার্বতীপুর
জলপাইগুড়ি, সৈয়দপুর
কোচবিহার, পাটগ্রাম
414. সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হসিনা ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি কোনটি?
তিস্তা'র পানি প্রত্যাহার চুক্তি
কুশিয়ারা'র পানি প্রত্যাহার চুক্তি
সুরমা'র পানি প্রত্যাহার চুক্তি
সাংগু'র পানি প্রত্যাহার চুক্তি
415. বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়?
সিলেট
চট্টগ্রাম
মৌলভীবাজার
পঞ্চগড়
416. উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে?
পঞ্চগড়
বগুড়া
দিনাজপুর
রাজশাহী
417. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়?
বৃহত্তর ময়মনসিংহ জেলায়
বৃহত্তর রংপুর জেলায়
বৃহত্তর ঢাকা জেলায়
বগুরা জেলায়
419. মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান—
১ম
২য়
৩য়
৪র্থ
420. তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
বগুড়া
কুষ্টিয়া
ঝিনাইদহ
রাজশাহী