Image
MCQ
541. ১৬৬০ সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন কে?
শায়েস্তা খান
ইসলাম খান
মীর জুমলা
খিযির হায়াত খান
542. কোন মুঘল সুবাদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?
ইসলাম খান
শায়েস্তা খান
মুর্শিদকুলী খান
আলীবর্দী খান
543. নবাব সুজাউদ্দিন খানের বাংলার শাসনকাল -
১৭২৭-১৭৩৯
১৭৮২-১৭৫৫
১৭৩৯-১৭৪৩
১৭৮৯-১৭৫৬
544. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?/ বাংলায় স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন কে?
নবাব সিরাজউদ্দৌলা
মূর্শিদকুলী খান
ইলিয়াস শাহ
আলাউদ্দিন হুসেন শাহ
545. বাংলার শেষ স্বাধীন নবাব কে?
নবাব আলিবর্দী খাঁ
আলাউদ্দিন হুসেন শাহ
নবাব সিরাজউদ্দৌলা
ফকির মজনু শাহ
547. নবাব সিরাজ-উদ-দৌলার পিতার নাম কী?
জয়েন উদ্দিন
আলীবর্দী খাঁ
শওকত জং
হায়দার আলী
549. বাংলায় প্রথম রাজস্ব সংস্কার করেন কে?/ বাংলার রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করেন –
মুর্শিদকুলী খান
শায়েস্তা খান
কাসিম খান
আলীবর্দী খান
550. কাদের লুণ্ঠনপ্রিয় বর্গী বলা হতো?
মারাঠি সৈন্যদলকে
মুগল সৈন্যদলকে
বার্মার সৈন্যদলকে
ইংরেজ সৈন্যদলকে
551. মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয় ?
আসাম যুদ্ধে
পিলখানা যুদ্ধে
পলাশীর যুদ্ধে
রাজমহলের যুদ্ধে
552. সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন?
দারা
শাহ সুজা
মুরাদ
আওরঙ্গজেব
553. ১৭৪০-১৭৫৬ পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন কে?
সিরাজউদ্দৌলা
আলিবর্দী খাঁ
মীর জাফর
মীর কাসিম
554. কোন সুবাদারের সময় থেকে বাংলায় নবাবী শাসন শুরু হয়?/ বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা করেন -
ইসলাম খান
মূর্শিদকুলী খান
শায়েস্তা খান
আলীবর্দী খান
555. নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী ছিল?
মির্জা মোহাম্মদ
মির্জা আলম
মির্জা খলিল
মির্জা আজম
556. বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কর্তৃক শাসিত হয়/ বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা কোন সময়কালে মুসলমান কর্তৃক শাসিত হয়?
খ্রিস্টপূর্ব ১৪ ১৮ শতক
খ্রিস্টপূর্ব ১৫ শতক
মুঘল আমলে
খ্রিস্টপূর্ব ১৪ শতকের আগে
557. নবাব সরফরাজ খানের বাংলায় শাসনকাল -
১৭২৭-১৭৩৯
১৭৩৯-১৭৪০
১৭৩০-১৭৮০
১৭১৭-১৭২৭
559. মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা?
জলদস্যুরা
পর্তুগিজরা
বর্গীরা
ইংরেজরা
560. ঢাকা গেট কে নির্মাণ করেন?
শায়েস্তা খান
ইসলাম খান
মীর জুমলা
খিযির হায়াত খান