MCQ
561. কোন শতাব্দীতে মুহম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশে বা ভারতবর্ষে আসেন?
একাদশ
দশম
ত্রয়োদশ
পঞ্চদশ
562. শায়েস্তা খানের আমলে এক টাকায় চাউল পাওয়া যায় -
২ মণ
৪ মণ
৮ মণ
১০ মণ
563. সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন?।
হাজ্জাজ-বিন-ইউসূফ
মুহম্মদ বিন কাসিম
মুহম্মদ ঘুরী
বখতিয়ার খলজি
564. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হোন?
মুহম্মদ ঘুরী
লক্ষণ সেন
পৃথীরাজ
জয়চন্দ্র
565. কত সালে ঢাকার নামকারণ জাহাঙ্গীরনগর করা হয়?
১৬১০
১৬১১
১৭১৭
১৭৮০
566. বাংলায় মুসলিম শাসন কত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু আক্রমণ করে?
৭১০ খ্রি.
৭১২ খ্রি.
৭১৪ খ্রি.
৭১৬ খ্রি
567. ঢাকার ধোলাই খাল খনন করেন কে?
পরিবিবি
ইসলাম খান
শায়েস্তা খান
ঈসা খান
568. প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন? / প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন
ফখরউদ্দিন মুবারক শাহ
ইলিয়াস শাহ
মুহাম্মদ ঘুরী
মুহম্মদ বিন কাসিম
569. 'বাংলার নৌকা বাইচ' উৎসবের সূচনা করেছিলেন কে?
পরিবিবি
ইসলাম খান
শায়েস্তা খান
ঈসা খান
570. ঢাকা শহর প্রতিষ্ঠা করেন -
ইসলাম খান
মীর জুমলা
শায়েস্তা খান
শাহ সুজা
571. মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল।
বাংলা
আরবি
সংস্কৃত
ফারসি
572. মুহম্মদ ঘুরী ও পৃথীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
১১৯০
১১৯২
১২০৬
৭১২
573. ভারতে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন
হাজ্জাজ বিন ইউসুফ
মুহম্মদ বিন কাসিম
মুহম্মদ ঘুরী
বখতিয়ার খলজি
574. আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন
মানসিংহ
জয়পাল
দাহির
দাউদ
575. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।
মুহম্মদ বিন কাসিম
সুলতান মাহমুদ
মুহম্মদ ঘুরী
গিয়াস উদ্দিন আজম শাহ
576. ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৫০০ খ্রিস্টাব্দে
১৫১০ খ্রিস্টাব্দে
১৬১০ খ্রিস্টাব্দে
১৬১২ খ্রিস্টাব্দে
577. সুলতান মাহমুদ কত বার ভারতবর্ষ আক্রমণ করেন?
১৫ বার
১৭ বার
১৮ বার
২০ বার
578. মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হোন?
মুলতান
রাওয়ার
দেবল
অমৃতসর
579. ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন?
পাকিস্তান
তুরস্ক
আফগানিস্তান
ভারত
580. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?/ ঢাকা কখন সুবা বাংলার রাজধানী হয়েছিল?
১২৫৫ খ্রিস্টাব্দে
১৬১০ খ্রিস্টাব্দে
১৯০৫ খ্রিস্টাব্দে
১৯৪৭ খ্রিস্টাব্দে