EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
2301. বাংলাদেশের কোন জিনিসটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ?
চাদর
ইলিশ মাছ
শীতল পাটি
জামদানি শাড়ি
2302. মাটির তৈরি শিল্পকর্মকে কী বলে?
মৃৎশিল্প
বয়নশিল্প
চিত্রশিল্প
ভাস্কর্যশিল্প
2303. কবে বাংলাদেশের সর্ববৃহৎ পাটকল 'আদমজী' বন্ধ করা হয়?
১ জুন, ২০০২
৩০ জুন, ২০০২
৩০ জুলাই, ২০০২
৩১ জুলাই, ২০০২
2304. বাংলাদেশের প্রধান তিনটি পাটশিল্প কেন্দ্র কী কী?
নারায়ণগঞ্জ, খুলনা, ভৈরব
নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা
নরসিংদী, খুলনা, চট্টগ্রাম
নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর
2305. ২০১৩ সালে ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
জামদানি
মসলিন
নকশি কাঁথা
কোনোটিই নয়
2307. পাট কোন দেশের প্রধান শিল্প?
ভারত
মিশর
বাংলাদেশ
যুক্তরাজ্য
2308. SME এর পূর্ণরূপ কী?
Small and Medium Enterprise
Small and Marginal Enterprise
Small and Multiple Enterprise
Small and Mediocre Enterprise
2309. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত?
আশুগঞ্জ, বি-বাড়ীয়া
ঘোড়াশাল, নরসিংদী
তারাকান্দি, জামালপুর
ফেঞ্চুগঞ্জ, সিলেট
2310. CBA এর পূর্ণরূপ কী?
Collective Bargaining Act
Collective Bargaining Agent
Collective Bargaining Agency
Collective Bargaining Authority
2311. বাংলাদেশের পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে-
BCIC
TIB
TCB
BSTI
2312. বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না?
১৪ বছর
১৬ বছর
১২ বছর
১৮ বছর
2313. CBA কিসের প্রতিনিধি হিসেবে কাজ করে?
চাকরিজীবীদের
অফিসারদের
শ্রমিক-কর্মচারী
সবগুলোই
2314. প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি?
মংলা
চট্টগ্রাম
নারায়ণগঞ্জ
টঙ্গী
2315. নিচের কোন স্থানে বাংলাদেশ সরকার 'শিল্প পার্ক স্থাপন করেছে?
সিরাজগঞ্জ
মুন্সিগঞ্জ
বাগেরহাট
নারায়নগঞ্জ
2316. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
যমুনা সার কারখানা, জামালপুর
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম
ঘোড়াশাল সার কারখানা, নরসিংদী
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, সিলেট
2317. বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি?
ইলিশ
জামদানি
ফজলি আম
পাট
2319. শীতল পাটি তৈরি হয় কী দিয়ে?
বাঁশ গাছের বাকল
পৈতার গাছের বাকল
মূর্তা গাছের বাকল
বেত গাছের বাকল
2320. বাংলাদেশে সবচেয়ে বড় চিনিকল কোনটি?
জয়পুরহাট চিনিকল
কুষ্টিয়া চিনিকল
কেরু এন্ড কোং
ঠাকুরগাঁও চিনিকল