EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
2341. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
নারায়ণগঞ্জ
কক্সবাজার
চট্টগ্রাম
খুলনা
2342. কত সালে বাংলাদেশে প্রথম কাগজকল স্থাপিত হয়?
১৯৪৯ সালে
১৯৫০ সালে
১৯৫৩ সালে
১৯৫১ সালে
2343. বাংলাদেশের সর্বপ্রথম কাগজকল কোনটি?
খুলনা নিউজপ্রিন্ট
কর্ণফুলী কাগজকল
উত্তরবঙ্গ কাগজকল
সিলেট কাগজকল
2344. বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিল কোনটি?
কর্ণফুলী
উত্তরবঙ্গ
খুলনা
চন্দ্রঘোনা
2345. এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট মিল কত তারিখে বন্ধ হয়ে যায়?
২৮ নভেম্বর, ২০০২
২৯ নভেম্বর, ২০০২
২৭ নভেম্বর, ২০০২
৩০ নভেম্বর, ২০০২
2346. চন্দ্রঘোনা বা কর্ণফুলী কাগজের মিল কোথায় অবস্থিত?
মেঘনা নদীর তীরে
খুলনা
ভৈরব
কর্ণফুলী নদীর তীরে
2347. কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
জাপান
ফ্রান্স
কানাডা
চীন
2348. চন্দ্রঘোনা বা কর্ণফুলী কাগজ কলের প্রধান কাঁচামাল কী?
আখের ছোবরা
বাঁশ
জারুল গাছ
নল-খাগড়া
2349. মুক্তিবাহিনীর 'ওয়ার স্ট্র্যাটেজি' কী নামে পরিচিত?
তেলিয়াপাড়া ট্র্যাটেজি
বাঘাইছড়ি স্ট্র্যাটেজি
মুজিবনগর স্ট্র্যাটেজি
আগরতলা স্ট্র্যাটেজি
2350. বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম--
বাংলার দূত
স্টেলা মেরিস
রূপসী বাংলা
সোনার বাংলা
2351. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কী?
এমভি বাঙালি
এমভি বাংলাদেশি
এমভি মধুমতি
এমভি বঙ্গবন্ধু
2352. সবুজ পাট থেকে কাগজের মণ্ড প্রস্তুত প্রযুক্তির উদ্ভব হয়-
জাপানে
বাংলাদেশে
আমেরিকায়
ইংল্যান্ডে
2353. কাফকো সার কারখানা কোথায় অবস্থিত?
সাঁথিয়া, পাবনা
ঘোড়াশাল, নরসিংদী
আনোয়ারা, চট্টগ্রাম
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
2354. Karnaphuli Fertilizer Company Ltd. (KAFCO) কোথায় অবস্থিত?
সাঁথিয়া, পাবনা
ঘোড়াশাল, নরসিংদী
আনোয়ারা, চট্টগ্রাম
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
2355. কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয় --
কর্ণফুলী কাগজ কল, চন্দ্রঘোনা
খুলনা নিউজপ্রিন্ট মিল, খালিশপুর
উত্তরবঙ্গ কাগজ কল,
পাকশী পার্টিকেল বোর্ড মিল, নারাযণগঞ্জ
2356. খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসাবে ব্যবহার করে--
সুন্দরী কাঠ
সেগুন কাঠ
গেওয়া কাঠ
বাঁশ
2357. কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত?
রাঙ্গামাটির চন্দ্রঘোনায়
সিলেটের ছাতকে
পাবনার পাকশীতে
কুষ্টিয়ার জগতিতে
2358. বাংলাদেশের রেয়ন মিল কোথায় অবস্থিত?
রাজশাহী
নারাযণগঞ্জ
খুলনা
রাঙ্গামাটি
2359. বাংলাদেশের নিউজপ্রিন্ট মিল কোথায় অবস্থিত?
খুলনা
পাকশী
সিলেট
চন্দ্রঘোনা
2360. কোন ধরনের কাঠ খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
চাপালিশ
কেওড়া
গেওয়া
সুন্দরী