বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
2581. ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?
ছয়দফা কর্মসূচি: বাঙালির দাবি
ছয়দফা: আমাদের বাঁচার দাবি
ছয়দফা: আমাদের সংগ্রামের দাবি
ছয়দফা: পূর্ব বাংলার বাঁচার অধিকার
2582. ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো-
শিক্ষা সংস্কার
বাঙ্গালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
অর্থনৈতিক মুক্তি আন্দোলন
ভাষা আন্দোলনের সফল বাস্তবায়ন
2583. আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে?
স্যার উইলিয়াম থমাস
উইলিয়াম হান্টার
উইলিয়াম কেরি
উইলিয়াম জোন্স
2584. বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
বৈদেশিক বাণিজ্য
মুদ্রা বা অর্থ
রাজস্ব কর
কেন্দ্রীয় সরকার
2585. আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী কে ছিলেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সার্জেন্ট জহুরুল
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
2586. আওয়ামী লীগের ঐতিহাসিক 'ছয় দফা'-র প্রথম দফা-
ধর্মনিরপেক্ষতা
রাষ্ট্রভাষা হিসেবে
বাংলা স্বতন্ত্র মুদ্রা
প্রাদেশিক স্বায়ত্তশাসন
2587. 'এগার দফা' কখন ঘোষণা হয়?
১৯৬৭
১৯৬৮
১৯৬৯
১৯৭০
2588. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
১৯৫২ সালের ভাষা আন্দোলন
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান
2589. ঊনসত্তরের গণঅভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহিদ হয়েছিলেন?
শহিদ আসাদ
শহিদ রফিক
শহিদ শামসুজ্জোহা
শহিদ জব্বার
2590. ছয় দফা কর্মসূচি মূলত কি ধরনের কর্মসূচি?
ধর্মীয় ও আঞ্চলিক
সাহিত্য ও সাংস্কৃতিক
সামাজিক ও রাজনৈতিক মুক্তি
অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি
2591. 'ঘেরাও' শব্দটি কোন রাজনীতিবিদ প্রথম ব্যবহার করেন?
এ কে ফজলুল হক
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
মওলানা ভাসানী
মোহাম্মদ তোয়াহা
2592. আওয়ামী লীগের ঐতিহাসিক ছয়দফার প্রথম দফাতে কি ছিল?
রাজতন্ত্র
একনায়কতন্ত্র
সংসদীয় গণতন্ত্র
গণতন্ত্র
2593. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দুইটি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা চালুর দাবি ছয়দফার কোন দফাতে ছিল?
২য়
৪র্থ
৩য়
৫ম
2594. Main object of 6 points programme declared in 1966 was-
Separation of two wings
Declaration of Independent Bangladesh
Autonomy of East Pakistan
Creation of 6 provinces
2595. আসাদ কবে শহিদ হন?
১৯৬৯ সালের ২০ জানুয়ারি
১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
2596. 'শহিদ আসাদ দিবস' পালিত হয় কবে?
১৫ জানুয়ারি
২০ জানুয়ারি
২৫ জানুয়ারি
৩০ জানুয়ারি
2597. 'আগরতলা ষড়যন্ত্র মামলার' আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?
আমজাদ খাঁ
সার্জেন্ট জহুরুল হক
মকবুল ভূঁইয়া
কৃষ্ণ দুগার
2598. এগার দফা কর্মসূচি ঘোষণা করে কে?
মুসলিম লীগ
সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ
আওয়ামী লীগ
কংগ্রেস
2599. শহিদ শামসুজ্জোহা ছিলেন একজন –
সংগীত শিল্পী
চিত্রকর
অভিনেতা
শিক্ষক
2600. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কী ছিল?
আগড়তলা ষড়যন্ত্র
রাষ্ট্র বনাম আগড়তলা
রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
সরকার বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য