Image
বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
2641. বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ
প্রতিরক্ষা মন্ত্রণালয়
2642. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন?
চারজন
সাতজন
নয়জন
তিনজন
2643. আইন অর্থ কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা বা রীতি। আইনের এই ব্যাখ্যা কোথায় প্রদান করা হয়েছে?
জেনারেল ক্লোজেজ অ্যাক্ট, ১৮৯৭
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
দেওয়ানি কার্যবিধি, ১৯০৮
সিভিল কোর্টস অ্যাক্ট, ১৮৮৭
2644. সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উল্লেখ আছে?
১৫০
১৫০ (২)
১৫২
১৫৩
2645. সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করা হলে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
৭ দিন
১০ দিন
১৫ দিন
৩০ দিন
2646. ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ
Speaker
Procurator
Ombudsman
Commissioner
2647. সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে?
১৪৭ নং অনুচ্ছেদে
১৪৫ নং অনুচ্ছেদে
১৪৪ নং অনুচ্ছেদে
১৪৬ নং অনুচ্ছেদে
2648. সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি?
সাংবিধানিক অস্থায়ী কমিটি
সাংবিধানিক স্থায়ী কমিটি
স্পিকারের ইচ্ছার মাঝে মধ্যে গঠিত কমিটি
বিশেষ পরিস্থিতি মোকাবিলা কমিটি
2649. জাতীয় সংসদে কত ভোটে সাধারণ আইন পাস হয়?
৫০% + ১
৫৫% + ১
৬০% + ১
৭০% + ১
2650. সংবিধানের কত অনুচ্ছেদে বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যেকোনো সম্পত্তি গণপ্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়া সংক্রান্ত বিধানটি উল্লেখ আছে?
১৪৫(২)
১৪৩(১)
১৪৭(৩)
কোনোটিই নয়
2651. জাতীয় সংসদে কাস্টিং ভোট কী?
সাংসদ নেতার ভোট
হুইপের ভোট
স্পিকারের ভোট
রাষ্ট্রপতির ভোট
2652. আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছদে লিপিবদ্ধ আছে?
দ্বিতীয় পরিচ্ছদে
প্রথম পরিচ্ছদে
তৃতীয় পরিচ্ছদে
কোনোটিই নয়
2653. অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে?
৮০(১)
৮১(১)
৮২
৮৪ (১)
2654. সংবিধানের কত অনুচ্ছেদ ন্যায়পাল নিয়োগের বিধান আছে?
৪১ নং অনুচ্ছেদে
৫১ নং অনুচ্ছেদে
৬৬ নং অনুচ্ছেদে
৭৭ নং অনুচ্ছেদে
2655. বাংলাদেশের সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেওয়া আছে?
১০৭ ধারা
৮২ ধারা
১৫২ ধারা
১৫৩ ধারা
2657. রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না?
আইন প্রণয়ন বিল
বেসরকারী বিল
অর্থ বিল
কোনোটিই নয়
2658. কার সম্মতি ছাড়া কোন বিল পাস করা যাবে না?
প্রধানমন্ত্রীর
স্পিকারের
সচিবের
রাষ্ট্রপতি
2659. ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায়?
ফিনল্যান্ড
নেদারল্যান্ড
আইসল্যান্ড
সুইডেন
2660. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান কে
আইনমন্ত্রী
প্রধান বিচারপতি
অ্যাটর্নি জেনারেল
সুপ্রিম কোর্ট আইনজীবী