EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
61. জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?
২৬ মার্চ
৭ মার্চ
২৫ মার্চ
২ মার্চ
ব্যাখ্যা: ব্যাখ্যা: তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের সামনে এক ছাত্র সমাবেশে এই পতাকা উত্তোলন করেন। ২ মার্চ পতাকা উত্তোলন দিবস পালন করা হয়। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
62. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
৬.১০ কি.মি.
৬.১৫ কি.মি.
৬.৫ কি.মি.
৬.৮০ কি.মি.
ব্যাখ্যা: মাওয়া (মুন্সিগঞ্জ) এবং জাজিরার (শরীয়তপুর) মধ্যে সংযোগ স্থাপনকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। সেতুটির পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি।
63. মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?
কক্সবাজার
নোয়াখালী
কুমিল্লা
ভোলা
ব্যাখ্যা: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ি অবস্থিত।
64. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
গাজী মাজহারুল আনোয়ার
আলতাফ মাহমুদ
আনোয়ার পারভেজ
সমর দাস
ব্যাখ্যা: জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। জনপ্রিয় এই গানটির সুরকার আনোয়ার পারভেজ।
65. ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
২০১৯-২০২৪
২০২১-২০২৫
২০২০-২০২৫
২০২১-২০২৬
66. বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?
১টি
২টি
৩টি
৪টি
ব্যাখ্যা: বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তিনটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
67. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোথায়?
বাখরাবাদ
হরিপুর
তিতাস
হবিগঞ্জ
ব্যাখ্যা: বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
68. মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?
চট্টগ্রাম
সিলেট
সুনামগঞ্জ
মৌলভীবাজার
ব্যাখ্যা: মাধবকুন্ড জলপ্রপাত, বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত হিসেবে সমধিক পরিচিত যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। পাথারিয়া পাহাকড় (পূর্বনাম: আদম আইল পাহাড়) কঠিন পাথরে গঠিত; এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুন্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধবছড়া।
69. আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে-
পার্বত্য চট্টগ্রাম
ঢাকা
ময়মনসিংহ
সিলেট
70. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?
২০০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
২৪০০ মেগাওয়াট
২৮০০ মেগাওয়াট
ব্যাখ্যা: পাবনা জেলার রূপপুরের এই পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়ায়। রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ ১৩,০০০ কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।
71. নিম্নের কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ২০১৭-বর্তমান মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ECOSOC
UNESCO
UNCTAD
UNICEF
ব্যাখ্যা: UNESCO (United Nations Educational Scientific and Cutural Organization) ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করে এবং ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হচ্ছে। উল্লেখ্য যে, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১০ সালের ২১ অক্টোবর প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
72. বাংলাদেশের 'জাতীয় সংবিধান দিবস' কোন তারিখে পালিত হয়?
৩ ডিসেম্বর
৩ নভেম্বর
৪ ডিসেম্বর
৪ নভেম্বর
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৪ নভেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। সে বছরই ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হিসেবে এই সংবিধানকে বিবেচনা করা হয়। গনপরিষোদে ১৯৭২.১২ অক্টোবর সংবিধান উত্থাপিত হয়। ৩ নভেম্বর- জেলহত্যা দিবস।
73. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়-
২৬ নভেম্বর, ১৯৭২
৩ নভেম্বর, ১৯৭২
৪ নভেম্বর, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যা: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
74. বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে?
২০২৬
২০৩০
২০৩৬
২০৪১
ব্যাখ্যা: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পেল বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) ২৭-০২-২০২১ শুক্রবার রাতে এই সুপারিশ করেছে। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।
75. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
আইন মন্ত্রী
আইন সচিব
এটর্নী জেনারেল
প্রধান বিচারপতি
ব্যাখ্যা: অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জেষ্ঠ আইনানুজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন।
76. বাংলাদেশের সর্ববৃহৎ গণ হত্যাটি কোথায় হয়?
আসাম দিয়া
চুকনগর
মোহাম্মদপুর বিধবা পল্লী
রায়েরবাজার
ব্যাখ্যা: ব্যাখ্যা: চুকনগর গণহত্যা একটি সামরিক গণহত্যা যা পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত করে। গণহত্যাটি ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ঘটে যা বিশ্বের কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ একক গণহত্যা।
77. বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
কক্সবাজার
নোয়াখালী
বরগুনা
ভোলা
ব্যাখ্যা: ব্যাখ্যা: কক্সবাজারে ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত। এটি বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ২০২৩ সালের ২৪ মে হতে এই প্রকল্প থেকে উৎপাদিত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযুক্তের কাজ শুরু হয়েছে। এতে ২২টি টারবাইন রয়েছে যার প্রতিটির ক্ষমতা ৩ মেগাওয়াট। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
78. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
শামীম শিকদার
হামিদুর রহমান
মৃণাল হক
কামরুল হাসান
ব্যাখ্যা: শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।। কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।
79. ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
উনবিংশ শতাব্দীতে
অষ্টাদশ শতাব্দীতে
ষোড়শ শতাব্দীতে
চতুর্দশ শতাব্দীতে
80. ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের এর নাম কী?
চন্দ্রযান-৩
চন্দ্রযান-২
অশোক
বিক্রম
ব্যাখ্যা: ব্যাখ্যা: চন্দ্রযান-৩ চাঁদে অভিযাং প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান-৩। - এর আগে আর কোনো দেশের নতে ল্যান্ডার 'বিক্রম' ও বোভার 'প্রক্ত চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে করবে ভারতীয় মহাকাশ গবেষণা ও ১২০২৩ সালে ইতিহাস গড়েছে ভারত। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে ময় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতীয় চন্দ্রযান-৩।- চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি। চন্দ্রযান-৩-এর দুটি অংশ। চাঁদের দক্ষিণ মেরুতে প্রায় ১০ দিন অবস্থান করে বিক্রম ও প্রজ্ঞান।