Image
বাংলাদেশ বিষয়ে MCQ Questions
121. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে?
৪ (চার) টি
৬ (ছয়) টি
৫ (পাঁচ) টি
৭ (সাত) টি
122. বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?
চাঁদপুর
ময়মনসিংহ
ফরিদপুর
ভোলা
123. 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
অনুচ্ছেদ: ২
অনুচ্ছেদ: ৪
অনুচ্ছেদ: ৩
অনুচ্ছেদ: ৫
124. বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
রাজশাহী
কুমিল্লা
চট্টগ্রাম
গাজীপুর
125. মহান মুক্তিযুদ্ধের সময় 'ঢাকা শহর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
২ (দুই) নম্বর
৪(চার) নম্বর
৩ (তিন) নম্বর
৫ (পাঁচ) নম্বর
126. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত?
নেদারল্যান্ড
সুইজারল্যান্ড
ফ্রান্স
জার্মানি
127. ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন-
৫ ফেব্রুয়ারি ১৯৬৬
২৩ মার্চ ১৯৬৬
২৬ মার্চ ১৯৬৬
৩১ মার্চ ১৯৬৬
128. বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
৬ (ছয়) টি
৮ (আট) টি
৭ (সাত) টি
৯ (নয়) টি
129. দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
চট্টগ্রাম
ফেনী
নরসিংদী
ময়মনসিংহ
130. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
রাষ্ট্রপতি
চীপ হুইপ
স্পিকার
প্রধানমন্ত্রী
131. 'জয় বাংলা'-কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?
২ মার্চ, ২০২২
৩ মার্চ, ২০২২
৪ মার্চ, ২০২২
৫ মার্চ, ২০২২
132. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
চতুর্থ তফসিল
ঘষ্ঠ তফসিল
পঞ্চম তফসিল
সপ্তম তফসিল
133. 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-
শেখ মুজিবুর রহমান
শামছুল হক
আতাউর রহমান খান
আবুল হাশিম
134. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়-
১৯৪৮ সালে
১৯৫২ সালে
১৯৫০ সালে
১৯৫৪ সালে
135. বর্তমান অর্থবছরে সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করছে?
৬%
৭%
৮%
৯%
136. 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়--
১৯১৭ সালে
১৯৩৭ সালে
১৯২৭ সালে
১৯৪২ সালে
137. কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়?
২০১১ সালে
২০১৩ সালে
২০১২ সালে
২০১৪ সালে
138. 'e-TIN' চালু করা হয় কত সালে?
২০১৩ সালে
২০১৫ সালে
২০১৪ সালে
২০১৬ সালে
139. বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অব রেকর্ড" হিসেবে গণ্য --
লেবার কোর্ট
জজ কোর্ট
হাই কোর্ট
সুপ্রীম কোর্ট
140. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়?
৬ এপ্রিল, ১৯৭২
৭ এপ্রিল, ১৯৭২
৮ এপ্রিল, ১৯৭২
৯ এপ্রিল, ১৯৭২