539. বরিশালের প্রাচীন নাম—
ব্যাখ্যা: বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। এছাড়া এ স্থানের নাম বাকলা বা ইসলামপুরও ছিল। ফরিদপুরের প্রাচীন নাম ফতেহবাদ। প্রাকৃতিক কারণে বরিশাল অঞ্চল চন্দ্রকলার মতো হ্রাস - বৃদ্ধি ঘটত অথবা চাঁদের মতো আকৃতি ছিল বলে নাম হয় চন্দ্রদ্বীপ