Image
বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
1321. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
কুসুম্বা মসজিদ
বড় সোনা মসজিদ
ষাট গম্বুজ মসজিদ
সাত গম্বুজ মসজিদ
1322. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো 'বিশ্ব ঐতিহ্য স্থান' ঘোষণা করেছে?
কুসুম্বা মসজিদ
ষাট গম্বুজ মসজিদ
ছোট সোনা মসজিদ
আতিয়া জামে মসজিদ
1323. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবি হলো
Controller of Accounts
Comptroller and Auditor General
Controller of Finance
Controller of Accounts and Finance
1324. বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল ব্যবস্থাপনার জন্য শীর্ষ নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে?
ন্যায়পাল
অর্থমন্ত্রী
রাষ্ট্রপতি
মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক
1325. সংসদ ভেঙ্গে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্য পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে?
৬০ দিন
৯০ দিন
১২০ দিন
১৮০ দিন
1326. কত সালে ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য' এর তালিকাভুক্ত হয়?
১৯৮৫ সাল
১৯৮২ সাল
১৯৯০ সাল
১৯৯৫ সাল
1327. ইউনেস্কো কর্তৃক 'ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত ---
ছোট সোনা মসজিদ
ষাট গম্বুজ মসজিদ
কুসুম্বা মসজিদ
আতিয়া জামে মসজিদ
1330. সংবিধানের কোন সংশোধনকে First Distortion of Constitution বলে আখ্যায়িত করা হয়?
৫ম সংশেধেন
৪র্থ সংশোধন
৩য় সংশোধন
২য় সংশোধন
1331. বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
আশি
একাশি
ষাট
চৌষট্টি
1332. কে ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন?
হযরত আমানত শাহ
সুফী শাহ মখদুম
বায়েজীদবোস্তামী
পীর খান জাহান আলী
1333. বার ভূইয়াদের মধ্যে কাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাহিত করা হয়?
ঈশা খাঁ
মুসা খাঁ
মাহমুদ খান
আলাওল খান
1334. সুলতানী আমলের স্থাপত্য –
ষাট গম্বুজ মসজিদ
তারা মসজিদ
সাত গম্বুজ মসজিদ
লালবাগের কেল্লা
1335. বেগম বাজার মসজিদ কোথায় অবস্থিত?
বিক্রমপুর, মুন্সিগঞ্জ
মির্জাপুর, টাঙ্গাইল
বেগম বাজার, ঢাকা
সিংগাইর, মানিকগঞ্জ
1336. সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চারনীতি পরিবর্তন করা হয়?
চতুর্থ
পঞ্চম
সপ্তম
অষ্টম
1337. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে?
১১৮
১২২
১২৫
১২৭
1340. মধ্যযুগে উলুঘ খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্য কর্মটির নাম কী?
আহসান মঞ্জিল
লালবাগ কেল্লা
ষাট গম্বুজ মসজিদ
আতিয়া মসজিদ