বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
1361. বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে?
সুপ্রিম কোর্ট
জাতীয় সংসদ
প্রধানমন্ত্রী
স্পিকার
1362. কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন?
জনগণ
জাতীয় সংসদ
রাষ্ট্রপতি
মন্ত্রিসভা
1363. বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন?
২৫(১) ধারা
৫০ ধারা
৫০(১) ধারা
৫৬ (২)
1364. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
১৪
১৫
১৬
১৭
1365. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
1366. জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয়
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধীতে
চতুর্থ সংশোধনীতে
1367. সংবিধানের কততম সংশোধনীতে যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়? / কোন সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হয়?
প্রথম
চতুর্দশ
তৃতীয়
পঞ্চদশ
1368. বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকানোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ
৫%
৮%
১০%
১২%
1369. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে?
৮০
৯৩
১৪২
১৫০
1370. সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন কত ভোটে গৃহীত না হলে সংবিধানের কোনো বিধান সংশোধন করার জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না?
এক-তৃতীয়াংশ
দুই-তৃতীয়াংশ
তিন-চতুর্থাংশ
এক-পঞ্চমাংশ
1371. বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়োগ দান করেন
রাষ্ট্রপতি
জাতীয় সংসদ
সুপ্রিম কোর্ট
সরকারি দল
1372. ইমপিচযেন্ট দ্বারা কাকে অতিশংসন করা হয়?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
প্রধান বিচারপতি
1373. বাংলাদেশের সংবিধান সংশোধনে মোট সদস্যের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন?
এক-তৃতীয়াংশ
দুই-তৃতীয়াংশ
তিন-চতুর্থাংশ
কোনোটিই নয়
1374. বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়?
২৩ নভেম্বর, ১৯৭৪
২২ ডিসেম্বর, ১৯৭২
১২ জুন, ১৯৭৩
৪ জুলাই, ১৯৭৪
1375. প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? / সংবিধান অনুযায়ী সর্বাধিক কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ করা যায়?
এক-পঞ্চমাংশ
এক-দশমাংশ
এক-তৃতীয়াংশ
এক-চতুর্থাংশ
1376. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
জরুরি অবস্থা ঘোষণা
মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
1377. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
রাষ্ট্রপ্রতি
মন্ত্রী
সচিব
প্রধানমন্ত্রী
1378. 'প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে --- নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে' সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ মতে শূন্যস্থানে কী বসবে?
এই আইন অনুযায়ী রাষ্ট্রের
এই আইন অনুযায়ী প্রজাতন্ত্রের
এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের
এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের
1379. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব?
৫১ অনুচ্ছেদ
৫২ অনুচ্ছেদ
৫৩ অনুচ্ছেদ
৫৪ অনুচ্ছেদ
1380. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণীত আছে?
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম