MCQ
181. ফুল-ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের RMS আউটপুট ভোল্টেজ 20V হলে প্রতি ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ (PIV) কত হবে?
20V
28.3V
40V
56.6V
182. ডায়োড কী ধরণের ডিভাইস?
একমুখী
দ্বিমুখী
উভয়ই
কোনোটিই নয়
183. নিচের কোনটি সেমিকন্ডাকটর?
আর্গন
কার্বন
মাইকার
সিরামিক
184. Operating system এর কয়টি অংশ?
৩টি
৫টি
২টি
৪টি
185. ফ্রি-রানিং মাল্টিভাইব্রেটর কোনটি?
Monostable
Bistable
Astable
কোনোটিই নয়
186. একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাংক কত?
১ MHz
8 MHz
৫ MHz
২ MHz
187. ক্রস-ওভার ডিসটরশন সংঘটিত হয় কোন অ্যামপ্লিফায়ারে?
পুশ-পুল
ক্লাস-B
ক্লাস-A
ক্লাস-AB
188. FET কোন ধরণের ডিভাইস?
Field Controlled
Current Controlled
Power Controlled
Voltage Controlled
189. হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়?
রেডিও রিসিভার
রেডিও ট্রান্সমিটার
টিভি রিসিভার
টিভি ট্রান্সমিটার
190. নিচের কোন ডিভাইসের ইনপুট ইম্পিড্যান্স সবচেয়ে বেশি?
JFET
MOSFET
Crystal
Diode Transistor
191. কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা-
৯টি
১৮টি
১৬টি
৩২টি
192. Mapping কোথায় করা হয়?
Primary Memory
Secondary Memory
Buffer Memory
SRAM
193. একটি ট্রানজিস্টরে বেস কারেন্ট 100µA এবং কারেন্ট গেইন 100 হালে কালেক্টর কারেন্ট কত?
1A
1mA
10A
10mA
194. Monostable 555 timer এর state কয়টি?
০
২
১
৩
195. হাই-ইনপুট এবং লো-আউটপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরণের অ্যামপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়?
কমন-অ্যামিটার
কমন বেস
কমন কালেক্টর
সব কয়টি
196. একটি হাফ-ওয়েভ রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে-
2
2.5
1.21
0.48
197. ফিল্টার যেটি বাছাই করতে ব্যবহৃত হয়, তা হলো-
ভোল্টেজ
কারেন্ট
ফ্রিকোয়েন্সি
ইম্পিড্যান্স
198. RC ফেজ শিফঠ অসিলেটরের উৎপন্ন ফ্রিকোয়েন্সির মান কত?
1/√RC
1/√2π RC
1/ 2π/RC
1/√2π/6RC
199. নিচের কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সর্বোচ্চ?
Class-A
Class-AB
Class-B
Class-C
200. একটি NPN ট্রানজিস্টরের বেস এ dropping concentration কেমন থাকে?
Lightly doped
Moderately doped
Heavily doped
Not doped