Image
MCQ
41. 100 বর্গমিটার সিমেন্ট কংক্রিট কাজে 1:2:4 অনুপাতে 4 cm পুরুত্বের ফ্লোর এ কি পরিমাণ সিমেন্ট প্রয়োজন?
0.90 m²
0.98 m³
0.94 m³
1.00 m³
42. EDSAC Computer-এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরণের Memory ব্যবহৃত হয়?
RAM
Resistors
ROM
Mercury Delay Lines
43. কোনো বস্তুর ভূমি বৃত্তাকার, কিন্তু দেহ ভূমি হতে ক্রমশঃ সরু হয়ে শীর্ষ একটি বিন্দুতে মিলিত হলে তাকে বলে-
সিলিন্ডার
ঋজু কোণ
ছিন্ন শীর্য কোণ
গোলক
45. তাপমাত্রা বৃদ্ধির কারণে ট্রানজিস্টরের বেস অ্যামিটার ভোল্টেজের কী ঘটে?
০ হয়ে যায়
হ্রাস পায়
একই থাকে
বৃদ্ধি পায়
47. অক্সিজেন জারিত অ্যাসফাল্টের বাণিজ্যিক নাম কোনটি?
Maxphalt R 115/15
Spremax 180/200
Maxphalt 80/100
Maxphalt R-95/100
54. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পুরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?
৬০-৬৫ ভাগ
৭০-৭৫ ভাগ
৮০-৮৫ ভাগ
৯০-৯৫ ভাগ
55. একটি Silicon diode -এর ভিতর দিয়ে 50 mA কারেন্ট প্রবাহিত হলে Power dissipation কত হবে?
25 mW
35 mW
50 W
100 mW
58. শিয়ারফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরণের লোড নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল
59. যদি একটি Cascade amplifier এর দুটি Stage এর ডেসিবল গেইন 60 এবং 30 হয়, তবে ওভার অল গেইন কত হবে?
30 dB
2 dB
90 dB
1800 dB
60. একটি বিমের উপর Uniformly distributed load থাকলে তার Bending moment diagram কেমন হবে?
Linear
Cubical
Parabolic
Circular